আমাদের কথা খুঁজে নিন

   

সেরা বাংলা ব্লগকে পুরস্কার দেবে ডয়চে ভেলে; সহযোগী সামহোয়্যার ইন ব্লগ

নোটিশবোর্ড
জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) বা সেরা ব্লগ প্রতিযোগিতার নিবন্ধন গ্রহণ শুরু করেছে৷ এই প্রতিযোগিতায় এবারই প্রথম বাংলা ভাষা যোগ করা হয়েছে৷ আর ব্লগ প্রতিযোগিতাকে উৎসাহিত করতে সংস্থাটি সহযোগী হিসেবে বেছে নিয়েছে সামহোয়্যার ইন ব্লগকে৷ এ প্রসঙ্গে বিস্তারিত এখানে: http://www.dw-world.de/bengali ব্যক্তিগত এবং গ্রুপ ব্লগ ডয়চে ভেলের এই বাংলা ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে ব্যক্তিগত কিংবা গ্রুপ ব্লগ হিসেবে৷ অর্থ্যাৎ যে কেউ তাঁর ব্যক্তিগত ব্লগটি তুলে দিতে পারেন প্রতিযোগিতায়৷ আবার একইসঙ্গে গ্রুপ ব্লগও অন্তর্ভূক্ত করা যাবে এখানে৷ তবে সেক্ষেত্রে উল্লেখ করতে হবে, এটি গ্রুপ ব্লগ এবং ব্লগারের সংখ্যা একাধিক৷ সুতরাং ব্যক্তিগত এবং গ্রুপ - দুই ব্লগই সমানভাবে প্রতিযোগিতায় অংশ নেবার দাবি রাখে৷ একইসঙ্গে বাংলায় পডকাস্ট বা ভিডিও ব্লগও আলাদা ক্যাটেগরিতে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে৷ ব্লগ প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী জানতে ক্লিক করুন এখানে ... ব্লগ পার্টনার ডয়চে ভেলে সেরা বাংলা ব্লগ প্রতিযোগিতার পার্টনার/সহযোগী সামহোয়্যার ইন ব্লগ৷ এই প্রতিযোগিতাকে উৎসাহিত কিংবা আরও জনপ্রিয় করতে সামহোয়্যার ইন ব্লগ ভূমিকা রাখলেও বিজয়ী নির্ধারণের ক্ষেত্রে সংস্থাটির কোন ধরণের হস্তক্ষেপের সুযোগ নেই৷ আর তাই, অন্যান্য ব্লগারদের মতো সামহোয়্যার ইন ব্লগে নিবন্ধিত ব্লগাররাও এই প্রতিযোগিতায় হাজির হতে পারেন ব্যক্তিগত ব্লগটি নিয়ে৷ এক্ষেত্রে কোন ধরণের প্রতিবন্ধকতা নেই৷ বিচারক মন্ডলী ডয়চে ভেলে সেরা ব্লগ নির্বাচনের এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের একজন সৈয়দা গুলশান ফেরদৌস জানা৷ আমাদের নিয়ম অনুযায়ী, বিচারক তাঁর নিজস্ব ব্লগটি প্রতিযোগিতার জন্য নিবন্ধন করতে পারবেন না৷ আর বিভিন্ন ভাষায় বা ক্যাটেগরিতে সেরা ব্লগ নির্বাচনে এককভাবে কোন বিচারকের মতামত নয়, বরং ১২ জন বিচারকের সকলের মতামতই নেয়া হবে৷ বিচারকরা তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন ভাষায় সেরা ব্লগ, পডকাস্ট, ভিডিও ব্লগ ইত্যাদি নির্ধারণ করবেন৷ সেইসঙ্গে নেয়া হবে ব্লগারদের ভোট৷ আর এই দুইয়ের সমন্বয়ে নির্বাচন করা হবে বিভিন্ন ক্যাটেগরির বিজয়ীদের৷ প্রশ্ন আসতে পারে, বাংলা, চীনা বা অন্য কোন ভাষায় নিবন্ধিত ব্লগগুলো ভিন্ন ভাষাভাষী বিচারক মন্ডলী কিভাবে মূল্যায়ন করবেন৷ এই দায়িত্ব ডয়চে ভেলের৷ সংস্থাটি প্রয়োজন অনুযায়ী নিবন্ধিত ব্লগগুলো ভাষান্তরের মাধ্যমে সকল বিচারকের কাছে উপস্থাপন করবে৷ আর তাই, ব্লগ নিবন্ধন কিংবা ব্লগ সম্পর্কে মতামত, রেটিং জানান আপনার নিজস্ব ভাষায়, বাংলায়৷ ১১ ভাষা আমরা শুরুতেই উল্লেখ করেছি শুধু বাংলা নয়, এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ১১টি ভাষায়৷ আর তাই, বাংলা ভাষাভাষী ব্লগারদের ইংরেজি বা অন্য ভাষার ব্লগগুলোও প্রতিযোগিতায় অংশ নিতে পারে৷ সেক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, ব্লগটি কোন ভাষায়৷ তবে, ডয়চে ভেলের উল্লেখকৃত ১১টি ভাষার বাইরে অন্য কোন ভাষার ব্লগ প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না৷ সহায়তা ডয়চে ভেলে এই বাংলা ব্লগ প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতে চায় বাংলা ভাষাভাষী ব্লগারদের৷ আর তাই, এই আয়োজনের পরিধি বাড়াতে সংস্থাটি বাংলা ব্লগারদের সহায়তা চায়৷ এই প্রতিযোগিতাটি ব্লগারদের জন্য, আন্তর্জাতিক স্তরে বাংলা ব্লগের পরিধি আরো বিস্তৃত করার জন্য৷ সুতরাং এখনই প্রতিযোগিতায় নেমে পড়ুন বাংলায় আপনার ব্লগ, পডকাস্ট কিংবা ভিডিও ব্লগটি নিয়ে৷ আর সুযোগ নিন, ২০১০ সালের জুন মাসে জার্মানির বন শহরে অনু্ষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরাম-এ উপস্থিত থেকে বিজয়ীর পুরস্কার গ্রহণের৷ এই ব্লগ প্রতিযোগিতায় সরাসরি অংশ নিতে ক্লিক করুন এখানে ... ডয়চে ভেলে বাংলা বিভাগ সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে ... - ব্লগ বিজ্ঞপ্তি
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।