আমাদের কথা খুঁজে নিন

   

হাতিরঝিল এবং......



বাসা থেকে আম্মু আর আপুর সাথে রাগ করে বের ই হয়ে গেলাম... সন্ধার একটু আগে, ৬:৪৫ এ... উদ্দেশ্য, আর আজকে বাসায় ফিরবই না..... আমার বাসার পিছেই হাতিরঝিল! তো, প্রথমে ওই খানেই গেলাম... অস্থির ধরনের সুন্দর একটা জায়গা ছিল সেটা... কিন্তু আজকে গিয়ে যা দেখলাম, তা অত্যন্ত দুঃখজনক!! এক বছর ও যায় নাই, এর মধ্যে একটা overpass এর একটা লেন একটু দেবে গেছে.. গাড়ি যাওয়ার সময় সেখান দিয়ে rolar coster এর মত jump দেয়, যা দেখে আমার একটু ভয় ই লাগল!! :O :O side দিয়ে দেখলাম পলেস্তারা খশে পড়ছে অনেক জায়গায়... পানির কথা তো না ই বললাম.... Drain এর পানির চেয়েও খারাপ অবস্থা.... দেখলে মনে হয় না ঝিল!! তার উপর দিয়ে, হকার রা চা, বিরি-সিগারেট নিয়ে আসছে, আর তা খেয়ে সবাই পানিতে আর footpath এ ফেলছে.... এই কি সেই হাতিরঝিল, যার কথা আওয়ামী লীগ সরকার billboard এ বড় বড় করে ছাপা করেছিল, "হাতিরঝিলে দৃষ্টিনন্দন উন্নয়ন"!!! যদি আমাদের এত টাকা খরচ করে এই সব স্থাপনা নির্মাণ করাই হয়, তাহলে তা সংরক্ষণের ব্যাবস্থা নেওয়া হয় না কেন??? কয়েকটা টোকাই এর সাথে কথা হল... একজনের নাম আহাদ... সে বলল, সে part timer হিসাবে আমরা অথবা সিগারেট বিক্রি করে... তার কাছথেকে জানতে পারলাম, রাত ১ টা থেকে ১.৩০ পর্যন্ত বিক্রি ভালই হয়... নানা রকমের মানুষ থাকে ওখানে... মাঝে মাঝে নেশা ও করে, এমন অনেক জায়গাও আছে ওখানে.... মন খারাপ করে অবশেষে রাত ১০:৪৫ এর দিকে বাসায় ফিরলাম.. ভাবলাম, এমন করে চলতে থাকলে হাতিরঝিল এর ভবিষ্যৎ কি হবে?????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.