আমাদের কথা খুঁজে নিন

   

এই শীতে মনে পড়ে তাদের কথা?

সত্য বলেছি, সত্য বলছি এবং আরো সত্য বলেই যাব

ষড়ঋতুর এই দেশে যতই জলবায়ুর পরিবর্তন হোক না কেন দুটো ঋতু কিন্তু তাদের স্ব বৈশিষ্টে সমুজ্জ্বল এখনো। একটি গ্রীষ্ম আরেকটি শীতকাল। জুন জুলাই এর গরমকাল দীর্ঘায়িত হতেহতে তা লম্বা হল সেপ্টেম্বর পর্যন্ত। আবার শীত শুরু হল নভেম্বরের মাঝামাঝি সময় থেকে। দুই একদিন হল শীত এমন জেকে বসেছে যে তা মানুষের জন্য খুব কষ্টকর হয়ে পড়ছে।

একটু আগে খবরে দেখলাম উত্তরাঞ্চলে ইতিমধ্যেই ৭ জন মারা গিয়েছেন। মানুষ একেবারে হয়ে পড়েছে স্থবির। এমন কি আমাদের যে স্যার কোনদিন দেরি করে আসেন না উল্টো দেরি করে ছাত্র ক্লাসে ঢুকতে দেন না তিনিও পর্যন্ত আসলেন দেরি করে ছাত্রও ঢুকতে দিলেন। তাও এত শীতের মধ্যে কমেনি কিন্তু একটা জিনিস। তা হল রাতে লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলা।

এতটা উদ্যমে শুরু হয়েছে যে অনেক ক্ষেত্রে খেলোয়াড়বৃন্দ খেলতে খেলতে রাতকে ভোর বানিয়ে দেন। শহরের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এটা চলছে ধুমছে। ছেলে বৃদ্ধ কেউ বাদ নেই। কিন্তু বাদ আছে একটা জিনিসের। তা হল আমরা যারা লেপের তলে আরাম করে বসে আছি কিংবা ব্যাডমিন্টন খেলে শরীর গরম করতে পারছি আমরা কিন্তু ভুলে যাচ্ছি সে সব লোকের কথা যারা শরীর গরম করার জন্য একটু কাপড়ের তরে হণ্যে হয়ে ঘুরছে।

শীতের তীব্রতা কে সইতে না পেরে শেষ পর্যন্ত নিজের জীবনটাও সমর্পন করছে সৃষ্টিকর্তার কাছে। আমাদের নিজেদের রক্ষা করতে করতে কিংবা অফিস, ইউনিভারসিটি বা ছুটি কাটানর ব্যস্ততার মাঝে আমাদের মন থেকে এ সকল হতভাগ্য মানুষের পাশে দাড়ানোর কথা বাদ দিয়ে জাচ্ছি প্রতিনিয়তই। আর তারা ভুগে ভুগে অসুস্থ হচ্ছে, কাতরাচ্ছে , আর নয় তো আমাদের সাথে অভিমান করে অভিশাপ দিয়ে চলে যাচ্ছে সেখানে, যেখানে সে থাকবে আরামে আর আমরা যারা তাদের জন্য চিন্তা করি নাই আমরা হয়ত থাকব কষ্টে। এমনকি তাদের শরীর গরমের ব্যবস্থা না করার দায়ে আমরা সে আগুনে ভষ্ম হওয়ার জন্য দন্ডিত হতে পারি। তাই আসুন তাদের পাশে দাড়াই আর্তমানবতার স্বার্থে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।