আমাদের কথা খুঁজে নিন

   

পাপগদ্য:পিয়ানো অথবা মুদি দোকানদার........

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)

প্রতি টি ঘৃণার একেকটা প্রতিশব্দ থাকে। নিশ্চিত তা ভালোবাসা নয়। চলার নাম কখনোই জীবন হতে পারে না। ক্ষুদ্র ক্ষুদ্র সময়ে আমাদের থেমে থাকার নাম ই জীবন। সময় কে সমাকলন করেই বেঁচে থাকি আমরা উচ্চ সীমা-নিম্ন সীমার মাঝে!! যারা কবিতা বোঝে না,তারাই ভালো আছে।

কবিতার চেয়ে ক্ষুধা নাড়া দেয় বেশী। কবিতার চেয়ে অর্থ টানে বেশী। আর যারা কবিতা বোঝে,আত্মমগ্ন সুখী তারা। নাসা'র মঙ্গলাভিযান সাফল্যের চেয়ে আমার দেশের বস্তির নগ্ন বালকের হাতের পূর্ণ ভাতের থালা আরো বেশী নান্দনিক!! চৌরাস্তার মোড়ে নিশুতি রাতে যারা প্রেম বিক্রি করে সুশীল মুখোশের আন্ডারওয়ারে;তাদের কথা কোন গোলটেবিল বৈঠকে বলা হবে না। কোন কবিতায় তারা উপমা বা গল্পের নায়িকা ও হবে না।

তারা আমাদের দৈনন্দিন থুথু'র আধার,যা আমরাই রাতে চেটেপুটে আসি। আমি স্বপ্ন দেখতে চাই। নোবেল পাবার অনেক শখ আমার!!! প্রেম পাওয়া যায় পথ চেয়ে বসে থাকা প্রেমিকার চাহনি তে। পাওয়া যায় নিশিকন্যার উদোম বক্ষে ও। তবে দুটোর মাঝে বিস্তর ফারাক।

প্রতিক্ষারত চাহনি নিশিকন্যা হয়ে উঠছেও ইদানিং। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকার জন্য পৌষ আসে নি। খালি গায়ে শিশিরের ছোঁয়ার নাম ই সুখ। সুখ কে আমার কষ্ট পরম্পরার মধ্য বিরতি মনে হয় মাত্র!!!!!!!!!!!!!!!!!!!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।