আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের কাছে আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ার অর্থ কি?? তুমি যদি সত্যিই সকল যুদ্ধাপরাধীদের বিচার চাও তাহলে যায়গা মত চাও।

₩℮ℓ¢☻₥℮ Ŧ◙ ღẙ Ħє†† ☠ মানুষ কি আওয়ামীলিগকে জনদরদী বা দেশদরোদী কোন দল মনে করে? নাকি তারা এই দেশে ন্যায় বিচারের ধারক? যদি কেও আওয়ামীলিগকে এই রকম কোন দল মনে না করে, তাহলে সে আওয়ামী লীগের কাছে আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানাতে পারে না। যদি কেও এই দাবি জানায় তাহলে বুঝতে হবে যে সে অন্য যুদ্ধাপরাধীদের বাঁচানোর কৌশল হিসাবে আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছে। যেমন কাদের সিদ্দিকি বা এ্যানি। আর যদি কেও সকল দলের যুদ্ধাপরাধীদের বিচার চায়, তাহলে তাকে আওয়ামীলিগের কাছে জামাত-বিএনপির যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে আর জামাত-বিএনপির কাছে আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচার চাইতে হবে। এ ছাড়া আর অন্য কোন পথ নাই। বাংলাদেশে এই ব্যাপারে সবচেয়ে বড় সুবিধা হলো ৫ বছর পর পর এই দুই জোটের মধ্যে ক্ষমতার পরিবর্তন হয়। সো আজ যদি আওয়ামীলিগ জামাত-বিএনপির বিচার করে, আগামীতে আওয়ামী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জামাত-বিএনপির কাছে খুব বেশি চাওয়া লাগবেনা। তারা এমনিতেই বিচার করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.