আমাদের কথা খুঁজে নিন

   

আজি যে রজনী যায়...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

আজি যে রজনী যায়, ফিরাইব তা কেমনে ... নয়নের জল ঝরিছে বিফল, নয়নে... এ বেশ ভুষন, লহ সখি লহ এ কুসুম মালা হয়েছে অসহ এমন যামিনী কাটিল বিরহ শয়নে আজি যে রজনী যায় ... বৃথা অভিসারে এ যমুনা পাড়ে এসেছি বহি বৃথা মন আশা, এত ভালোবাসা বেসেছি। শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরন, মন উদাসীন, ফিরিয়া চলেছি, কোন সুখহীন ভুবনে ... আজি যে রজনী যায় ... ভোলা ভাল তবে কাঁদিয়া কি হবে, মিছে আর যদি যেতে হল হায়, প্রান কেন চায় পিছে আর। কুঞ্জদুয়ারে অবোধের মত, রজনী পোহাতে , বসে রব কত? এবারের মত বসন্ত গত জীবনে ... আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে ...?, ফিরাইব তা কেমনে ... নয়নের জল ঝরিছে বিফল, নয়নে... এ বেশ ভুষন, লহ সখি লহ এ কুসুম মালা হয়েছে অসহ এমন যামিনী কাটিল বিরহ শয়নে আজি যে রজনী যায় ... বৃথা অভিসারে এ যমুনা পাড়ে এসেছি বহি বৃথা মন আশা, এত ভালোবাসা বেসেছি। শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরন, মন উদাসীন, ফিরিয়া চলেছি, কোন সুখহীন ভুবনে ... আজি যে রজনী যায় ... ভোলা ভাল তবে কাঁদিয়া কি হবে, মিছে আর যদি যেতে হল হায়, প্রান কেন চায় পিছে আর। কুঞ্জদুয়ারে অবোধের মত, রজনী পোহাতে , বসে রব কত? এবারের মত বসন্ত গত জীবনে ... আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে ...?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।