আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার ক্যাফে গুলোর এতো দৈন্য দশা কেন !?



সরকার ডিজিটাল বাংলাদেশ গড়বে বলছে, তাহলে দেশের বৃহত্তম জনগষ্ঠি কে তো কম্পিউটার ব্যাবহারের আওতায় আনতে হবে ! কম্পিউটার আছে এমন বাড়ি, আফিস অথবা শিক্ষাক্ষেত্রের বাইরেই রয়েছে দেশের সর্বাধিক জনগষ্ঠি যাদের কে সাইবার ক্যাফের মাধ্যমে কম্পিউটার ব্যাবহারের আওতায় আনা যাবে । মসজিদ - মন্দির, শিক্ষাক্ষেত্র, সিনেমা হল, নাট্যকেনদ্র ইত্যাদির পাশাপাশি সাইবার ক্যাফেও হবে শিক্ষা-তথ্য-বিনোদনের আরও কার্যকর কেন্দ্র যা দেশের কম্পিউটার কেনার সামর্থহিন বৃহত্তম জনগষ্ঠি কে দ্রুত কম্পিউটার ব্যাবহারের আওতায় নিয়ে আসবে । অথচ সেই সাইবার ক্যাফে গুলোর অবস্হা একেবারেই বেহাল ; ওই অবস্হায়ই কেউ ব্যাবসা গুটিয়ে ফেলছে, কেউ বা বেচে দিচ্ছে । এ ভাবে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে এর পরের টার্মের জন্য আপেক্ষা করতে হবে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.