আমাদের কথা খুঁজে নিন

   

U টিউব



অনেক দিন আগে বছরের উপরে যে হবে এটা শিওর আপ্নেরাও হয়ত দেখছেন ইউ টিউবে বাংলা লেইখা গুতা দিলে ব্যাপক গালা গালি সুদ্ধা এক ভিডিও আইত লগে ফ্রি হিসাবে ব্যাক গ্রাউন্ড মিউজিক আমি বাংলায় গান গাই । ত আমি একদিন কমেন্টে আরো কিছু গালি লেইখা দিলাম কয়দিন পরে সেই পোলা আমারে মেসেজ পাঠাইছে ভাইয়া আপনার গালি গুলিও এড কইরা দিলাম এখন ভিডিও টা অনেক সুন্দর হইছে আরেকবার যাইয়া দেইখেন! ইউটিউবে আইজকাইল না খুজলেও বাংলা নাটক সিনেমা আইসা পড়ে। বাংলা নাটকের ক্ষেত্রে একদা হুমায়ুন আহমেদ এর নাটক ছিল আমার বিশাল প্রিয় ইদানিং উনার নাটকে কেমন যেনো আর ধার নাই। নুতন আসা মোস্তফা সারওয়ার ফারুকির নাটক আপনাদের কেমন লাগে জানি না কিন্তু উনার ব্যাতিক্রমি চিন্তা ভাবনাটার বাংলা নাটক দুনিয়ায় মনে হয় দরকার ছিলো। কারন সেই সময় কোনো নাটকের শুরু টা দেখেই বলে দিতে পারতাম যে এর পরে কি হবে।

সবার কাহিনি মোটামুটি একই লাইন ধরে এগুতো। ইদানিং অবশ্য ফারুকির নাটক ও বলা যায় কোন দিকে যাবে। তারপরও কিছুটা অনপ্রেডিক্টেবিলিটি থাকে। ফারুকির নাটকের শুরুটা হয় সবচাইতে ভালো মধ্যম অংশ ও ঠিক থাকে কিন্তু উপসংহারে এসে কেমন যানি গোল তাল পাকায় ফেলেন। এই দিক দিয়ে রেদোয়ান রনি আর ফাহমির হাত বেশ পাকা।

উনাদের যে কয়টা নাটক এই পর্যন্ত দেখছি সেই হিসেবে বলছি। মাহফুজ আহমেদের নাটক দেখে আমার কেনো যেনো মনে হয়েছে নাটক বানানোর সময় উনি খুব ইনডিছিশনে ভোগেন বাস্তবেও এমন কিনা জানি না। আর অভিনেতা অভিনেত্রিদের মধ্যে মোশারফ করিমের চেহারাই আজকাল বেশি দেখা হচ্ছে। উনার মেধা আছে একটা চরিত্রের সাথে মিশে যাবার ভাষার আঞ্চলিকতা থেকে শুরু করে শারিরিক ভংগি হাটা চলা সবই চরিত্র অনুযায়ী করতে পারেন এটা উনার একটা বিশাল প্লাস পয়েন্ট। হাসান মাসুদ , সোহেল খান উনা্দের কথার স্টাইল থেকে মনে হয় বের হতে পারছেন না এখনও।

এর মধ্যে হাসান মাসুদ মনে হয় উনাকে যেই চরিত্রে মানায় সেটাই বেছে বেছে ধরেন মাঝে সাঝে দুই একটা এদিক সেদিক হয়ে যায়। এই ব্যাপারে সোহেল খান মনে হয় ব্যাতিক্রম উনার টাংগাইলের টান দিয়ে মনে হয় শক্ত করে কাউকে না করতে পারেন না। তৌকিরের অভিনয়ের একসময় ব্যাপক ভক্ত ছিলাম কিন্তু আজকাল মনে হয় উনার ও পড়ন্ত সময় এসে গেছে। হুমায়ুন ফরিদি যেকোনো নাটকের যেকোনো চরিত্রের সাথে কেমন করে যেনো মিলে যান উনার অভিনয়ের ধার মনে হয় শেষ হবার নয়। জাহিদ হাসান মোটা হয়েও উনার আগের করা চরিত্র করতে যান যাতে উনাকে একটু অন্যরকম লাগে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।