আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের মামু বাড়ির ট্রেন!!!!!



বাংলাদেশের টেন্রের আমার মনে হয় ব্যপক সংষ্কার হওয়া দরকার । সেই বিট্রিশ আমলের ইন্জিন দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে । গত ২৭ তারিখ মানে ঈদের আগের দিন যশোর থেকে ৪টার ট্রেনে রাজশাহী গিয়েছিলাম তা যে পরিবেশ দেখলাম ট্রেনের ভিতর তার থেকে মনে হয় আমাদের গোয়াল ঘরও এর থেকে বেশি পরিষ্কার । একটি কামরায় ৩-৪ জন যাত্রী ছিলাম । জানিনা কি কারণে এত কম যাত্রী । একটা কামরার বেশির ভাগ জানালার গ্লাসতো দূরের কথা লোহার কপাট ও নাই । আর সময় এর কথা নাইবা বললাম ! ভারতের ট্রেন চড়িনি শুনেছি ঘন্টায় ৩০০-৪০০ মাইল যায় আমার বাবা এত দরকার নেই ঘন্টায় ১০০ মাইল গেলেও তো বাচতাম ! টিকিট না কাটা যাত্রীর কাছ থেকে পুলিশকে দেখলাম ভাড়া আদায় করতে টিটির দেখা একবার মিলেছিল ট্রেনে উঠার পর । এই হচ্ছে আমাদের ট্রেনের অবস্থা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.