আমাদের কথা খুঁজে নিন

   

মফঃস্বলীয়

Sad Cafe

মফঃস্বলীয় সন্ধ্যের তীর ঘেঁষে কুয়াশার প্রেত নামে। সিগারেটের ধোঁয়াগুলো প্রবণতাবশত তোমার দিকে যায়। আমাদের মফঃস্বলীয় শব্দেরা বৃত্তবন্দী এখানে চিরকালীন রিকশার স্থিতিপ্রবণ চাকায়। স্টেশান-রোড এঁকেবেঁকে চলে গেছে শহর ও অনুভূতিকে দ্বিখন্ডিত করে। আমাদের পর্যটকীয় পদতলে পিষ্টঘাস, মৌসুমজোড়া হিমঘুম; তবু একান্ত দেয়াল। চুম্বনের বিবিধ মাদক শেষ হয়ে এলে দেখি তোমার চাদরে থমকে আছে এক মাঝবয়েসী পৌষ। ____________ আন্দালীব, ২০০৪। এইটা বলতে গেলে 'মান্ধাতা আমলে'র একটা লেখা (জনাব মান্ধাতা নাকি বিশাল ধরনের সম্রাট ছিলেন প্রাচীন ভারতবর্ষে, সূর্যবংশীয় সম্ভবত। ওনাকে নিয়ে হাল্কা রসিকতাও তাই ঠিক হবে না। যাই হৌক, সবাইকে জানাই বিলম্বিত [তবে প্রলম্বিত] ঈদ-শুভেচ্ছা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.