আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব

ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ ।

অস্থি মজ্জায় মিশে কোন সুর অজানা পথের হাতছানি দেয় রক্তে রক্তে শিহরণ জাগে আঁধার পথেও যেন আলো দেখায়! '৪৭ মনে আমার '৫২ মিশে রক্তে, '৭১ মোর প্রেরণায় '৯০ অনুরক্তে। গর্ব(?) না এ ভালোলাগা ভালোলাগা মোর চেতনায়; অমোঘ বন্ধুর সময়ের পথে পথ চলি সেই প্রেরণায়। আমার আমিতে পূর্ণ আমি ভালবাসায় এই জন্মভূমি, শাশ্বত নিয়তির টানে হারায়-- যেন এ পূণ্য-মৃত্তিকা চুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।