আমাদের কথা খুঁজে নিন

   

"তুমি কে আমি কে - গারো - চাকমা বাঙালি”

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। আজ শাহবাগ প্রজন্ম চত্তরে দেখলাম আমাদের গারো এবং চাকমা ভাই ও বোনেরা এসেছেন রাজাকারদের ফাঁসির দাবীতে একাত্মতা ঘোষণা করে চলমান রক্ত ঝরা এই উত্তাল আন্দোলনে শরীক হতে । শাহবাগ প্রজন্ম চত্তরের আকাস - বাতাস প্রকম্পিত হয়ে উঠছিল তাদের শ্লোগানে - শ্লোগানে। সেই শ্লোগান ছিল একবার তাদের ভাষায় আর একবার বাংলা ভাষায় । আবেগে আপ্লুত হয়ে উঠল আমার হৃদয়।

আমি আর প্রিয় ব্লগার শিপু ভাই তাদের সাথে শ্লোগানে – শ্লোগানে মিশে এক হয়ে গেলাম। সেই শ্লোগান নিয়ে এই পোষ্ট দেয়ার আবেগটুকু আর ধরে রাখতে পারলাম না। আর এই পোষ্টটি দিতে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন প্রিয় ব্লগার শিপু ভাই । লাল সালাম জানাই আমাদের সংগ্রামী গারো এবং চাকমা ভাই ও বোনদেরকে । *সোবো সোবো - ওয়াল সোবো (জ্বালো জ্বালো – আগুন জ্বালো) *রাসোদবো -রাজাকারকো রাসোদবো (জবাই কর - রাজাকারকে জবাই কর) *সিমসাকবো সিমসাকবো - রিপেংরাং সিমসাকবো (জাগো জাগো - জনগন জাগো) *মিতসিবো মিতসিবো - রাজাকারকো মিতসিবো।

(ঘৃণা কর ঘৃণা কর - রাজাকারকে ঘৃণা কর) *ফাঁসি লামো, রাজাকার নে ফাঁসি লামো (ফাঁসি চাই - রাজাকারের ফাঁসি চাই) *নাআ সা আঙ্গাসা? গারো কোচ বাঙালি (তুমি কে আমি কে? গারো কোচ বাঙালি) *নাংনি হামমা , আংনি হামমা - রাজাকারনি ফাঁসি (তোমার চাওয়া, আমার চাওয়া - রাজাকারের ফাঁসি) *বাংলাদেশনি বিয়াপো, রাজাকারনি জাগা দংজা (বাংলাদেশের সীমানায়, রাজাকারের ঠাই নাই) *রাজাকার কাদবো, পাকিস্থান ছা রিয়াংবো (রাজাকার পালাও - পাকিস্থানে চলে যাও) *রাজাকারনি বিয়াপকো, সুয়েদবো বিয়েদবো (রাজাকারের আস্তানা - জ্বালিয়ে দাও - ভেঙ্গে দাও) *হনজক হানছি, আরো হননো হানছি (দিয়েছিতো রক্ত - আরো দিব রক্ত) *রাজাকারকো রিমবো, রিমমি রিমমি রাসদবো (রাজাকারকে ধর - ধরে ধরে জবাই কর) *ক - ছা কাদের, না আ রাজাকার - না আ রাজাকার (ক- তে কাদের মোল্লা, তুই রাজাকার - তুই রাজাকার ) *ফাঁসি রনজানো? রামা উয়াদ জানো (ফাঁসি না দিলে রাজপথ ছাড়বো না) *ধর্ম আনথাংনি - বাংলাদেশ গিম্মিকনি। (ধর্ম যার যার - রাষ্ট্র সবার)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।