আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কবে শিখবো?

ভালোলাগে মানুষ ভালোবাসি মানুষ।

ঈদের পর আজ প্রথম বাইরে গেলাম। উফ! কি ভয়ানক অবস্তা। রাস্তাএ শুধু বাজে গন্ধ। পচা রক্তের গন্ধ।

এখানে সেখানে এখন গোবর আর রক্তের দাগ। আমি বুঝতে পারিনা কেন আমারা শহর বাসি আজো নিজেদের ভাল বুঝতে পারি না। আমি নিজেও গরু করবানি দিছি কিন্তু সত্যি বলছি আমার আব্বা নিজের হাতে সম্পুরনো উঠান ধুয়েছেন। এত টুকু দাগবা গন্ধ নেই। কিন্তু্ু যারা গাড়ী ধুতে অঢেল পানি খরচ করে কেন তারা সামান্য কস্ট করে রাস্তাতা ধোয় না।

করবানির ফরজ আদায়ে সবাই কত আগ্রহি কিন্তু তারা কি জানে না পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ?আমরা কি আমাদের সন্তানদের, জন্য আমাদের শহরের জন্য্‌ দেশের জন্য একটু সচেতন হতে পারি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।