আমাদের কথা খুঁজে নিন

   

কেন অহেতুক ভয়



তুমি কি দেখেছ ঠিক মৃত্যুর পায়ের কাছে ভর- দেয়া সেইসব নীলকন্ঠ পাখিরা আহত। যারা কিছুতেই হার মানবেনা এই ব্রত নিয়ে খুলে দিয়েছিল মায়াক্লান্ত বুকের হাপর তারা প্রহর্তা খুনীর পোঁতা অন্ধকারে নিয়ত বিক্ষত। নীরবে শায়িত তারা নিঃস্ব এক উদ্বাস্তুর মতো কেবলই খতমের ভয়ে খতমে রয়েছে। চাঁদ-ডোবা অন্ধকারে দুঃখী ছায়া ফেলে নমাস্যা হিসাব কষেছে।তারা অবিরত সোনার পালক ফেলে স্বেচ্ছায় চলেছে লহু ঝরাবার তালে কিংবা চূড়াস্পর্শী অলীক আইফেলে। কারা কিরীচ ও কুঠার হাতে এখনো উদ্ধত! যুদ্ধের ফেনিল পথে যদি স্বাধীনতা যদি অভ্যুদয় তবে কেন অহেতুক ভয়,কেন নয় হার্দ্য বরাভয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।