আমাদের কথা খুঁজে নিন

   

বুশ বনাম বিন লাদেন; আলকায়দা বনাম যুক্তরাষ্ট্র



যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে অবিশ্বাস্য সন্ত্রাসী হামলার পর বিশ্ব জুড়ে মানুষের মনে যে সন্দেহ ও সংশয় সৃষ্টি হয় তা নিম্নরূপ- ১- ৯/১১ ঘটনা মুসলিম জঙ্গীদের কাজ, যারা গোটা বিশ্বের জন্য বড় হুমকি। ২- ঐ ঘটনা সিইএ এবং মোসাদের তৈরী , যাতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা যায়। ৩- একটি বিমানে যে পরিমাণ জ্বালানী থাকে তা দিয়ে টুইন টাওয়ারের মত বিশাল বিল্ডিং ধ্বসিয়ে দেয়া সম্ভব নয় । নিশ্চয়ই আগে থেকে ঐ বিল্ডিং এ ব্যাপক ক্ষমতা সম্পন্ন বিষ্ফোরক মজুদ করে রাখা ছিল। ৪- ঐ ঘটনা যায়নিষ্ট ইহুদীদের ষড়যন্ত্রের ফসল, এজন্যই টুইন টাওয়ারে কর্মরত কোন ইহুদী ঐ ঘটনায় মারা যায় নি।

৫- ঐ ঘটনার বেনিফিশারী ইসরাইল এবং যায়নিষ্ট ইহুদীরা। ৬- বুশের নতুন মধ্যপ্রাচ্য পরিকল্পনা বাস্তবায়নের প্রেক্ষাপট তৈরীর উদ্দেশে যায়নিষ্টরা ঐ ঘটনা ঘটিয়েছে । বুশের যে পরিকল্পনা বিশ্বে প্রচন্ড আন্দোলন এবং ইরানের সাহসী ভূমিকার কারণে সফল হয় নি। ৭- বিন লাদেনকে মার্কিনীরা তখনি হত্যা করতে পারতো, তাকে জিইয়ে রাখা হয়েছে এজন্যে যে যাতে আল কায়দা ও বিন লাদেনকে ধ্বংসের অজুহাতে পাকিস্তান বা অন্য কোন মুসলিম দেশে হস্তক্ষেপ করার সযোগ রাখা যায়। সম্প্রতি মার্কিন সিনেটের এক প্রতিবেদনে এটা স্বীকার করা হয়েছে যে, মার্কিন সরকার ইচ্ছা করেই বিন লাদেনকে হত্যা না করে তাকে নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল ।

( সূত্র দেখতে এখানে ক্লিক করুন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।