আমাদের কথা খুঁজে নিন

   

অন্য রকম ঈদ করলাম



আজ আমি যেখানে আছি ,এখান থেকে আটলানটিক মহাসাগর খুব কাছে। দেশটির নাম কঙ্গো। সকাল ৭ টায় ঘুম থেকে উঠে নাস্তা করলাম। আমার সাথে আছে এক সেনেগালি মুসলিম বন্ধু। তারপর দুজন মিলে নামাজ পড়তে গেলাম।

ঈদগাহ মাঠ টা অনেক বড়। আমাদের দেশে শুধু পুরুষ ঈদগাহ মাঠ এ নামাজ পড়ে। এখানে দেখলাম মহিলারা ও ঈদের নামাজ পড়ে। আমার কাছে ভাল লাগলো যেটা, আমি আহলে হাদিস জামাতের মানুষ, আর এখানে ঐ জামাতের নিয়মে নামাজ পড়া হল। তবে কেউ কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে , সবাই জুরে আমিন বলে।

নামাজ পড়ে বের হতেই একজন আমার হাত ধরে বলছে আর উ ইনডিয়ান? আমি বললাম বাংলাদেশী। শুরু হল বাংলা কথা, কুলাকুলি। উনি বাংলাদেশী ,আর ও ৪/৫ জন বাংলাদেশী ছিল এক সাথে । মনে হল আমি বাংলাদেশে ঈদ করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।