আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ভাল ই সব ভাল!!! ফাসির কি হলো???

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...

ফাসি রায় হয়েছে বেশ কয়েকদিন হলো এখনো রায়ের কপি আসামী পক্ষ পায়নি। এখনো রায়ের কপি রেডি হয়নি। কেন? আসামী পক্ষ মনে করছেন সরকার আইনগত জটিলতা রেখেই ফাসির কাজ সেরে ফেলতে পারেন এমন কি ,আসামী পক্ষ রিভিও করার কোন সুযোগ নাও পেতে পারেন , আসলে কি এমন হতে পারে? তাহলে সরকার কেন আসামী পক্ষকে রিভিও করার সুযোগ দিচ্ছেনা? কেনই এখনো রায়ের কপি রেডি হয়নি? কেন রিভিও করার আগেই সাত দিনের ভিতরে আসামীদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছে? এসব দেরী হওয়ায় জটিলতা হতে পারে এটা কি সরকার জেনে শুনে এসব করছে? আসামী পক্ষ কিভাবে জেল কতৃপক্ষকে চিঠি লেখে যা আইনগত ভাবে ভিত্তি হীন? আমি মনে করি শেষ ভাল যা সব ভাল তা, তাই আসামী পক্ষকে তাদের রিভিও করার সুযোগ দিয়ে , রাষ্ট্রপতির ক্ষমার ব্যাপারটি শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব ফাসিতে ঝুলিয়ে ফাসির কায` সম্পন্ন করা অতি জরুরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।