আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিময় নভেম্বর কিম্বা স্মৃতির সারস বিষয়ক কবিতা

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

আর এই শীতেও এলো উড়ে সেই স্মৃতির সারস যে তোমাকে কখনোই ফেলে যাবে না কোথাও। সেই সারসের ঠোটে ধ্রূব সত্যের মতোন থাকে স্মৃতির কলস, তারে উপুর করলেই গড়িয়ে যায় চেনা-অচেনা সুখের কলহ...দুখময় নীরবতা... কতোটা আপন ছিলো এই হিমশীতল নভেম্বর কতোটা নিবির ছিলো আঁধার মাখানো ঘর কতোটা ধাঁধানো ছিলো প্রযুক্তির আলোকছটা স্মৃতির সকল প্রশ্নেরা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে সারসের ঠোটে করে এসে... এই সারসের আগমন রেখা আমিও দেখেছি জেনো। তখন আকাশে খেলছিলো সাদামেঘ আর কালোমেঘ শহরের সকল মানুষ ব্যস্ত ছিলো শীতের আহ্বানে একলা আমি তাকিয়ে ছিলাম আকাশের পানে খুঁজছিলাম সেই সারসের রেখা...যদি তার ডানায় ভেসে যেতে পারি বরফের দেশে...নিজেকে ছড়িয়ে দিতে পারি তোমার চারপাশে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।