আমাদের কথা খুঁজে নিন

   

কারন দর্শাও নোটিশ - আমার না হাসা কেন অযৌক্তিক হবে না

অনু পরিমাণ খবরকে নিয়ে আসব সবার গোচরে

প্রেস বিজ্ঞপ্তি- বঙ্গবন্ধু খলিফাতুল মুসলিমিনের একজন ‘পবিত্র কুরআন-হাদিসের আলোকে খলিফাতুল মোসলেমীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন খলিফাতুল মুসলিমিনদের একজন। মুসলিম বিশ্বের নেতৃত্বশূন্য অসহায় দরিদ্র মুসলমান তথা সারা বিশ্বের ক্ষুধার্ত মানুষের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধুর আপসহীন লড়াইয়ের কারণে বঙ্গবন্ধুই সারা বিশ্বের মুসলমানদের একমাত্র অভিভাবক ছিলেন। তারা বলেন, আমাদের ঈমানই হলো ধর্মনিরপেক্ষতা(ধর্মনিরপেক্ষতা একটি কুফরি মতবাদ)। যারা ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেন তারা কুরআনকে অস্বীকার করেন। তারা বলেন, ‘বাংলাদেশ-জিন্দাবাদে’ কোনো ফজিলত নেই কিন্তু ‘জয় বাংলা’ বললে বরকত ও ফজিলত আছে।

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্তাঙ্গনের উদ্যোগে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ভোরের ডাকের নির্বাহী সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অনুষ্ঠানস্খলে উপস্খিত হলেও সাড়ে ১০টার অনুষ্ঠান সাড়ে ১১টায়ও শুরু না হওয়ায় তিনি চলে যান। অন্যান্যের মধ্যে সুর্প্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ ম রেজাউল করিম, বইটির লেখক হায়দার আলী চৌধুরী, অ্যাডভোকেট আফাজ উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ, বিএফইউজে মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পথিক সাহা ও সাংবাদিক শাহীন ইসলাম চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য না রাখলেও বার্তাঙ্গনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। আইন প্রতিমন্ত্রী অনুষ্ঠানস্খলে আধা ঘন্টা বসে থাকার পর বের হয়ে যান।

এ সময় আয়োজকরা অনুরোধ করলে অ্যাডভোকেট তিনি বলেন, ২০ মিনিট পর আমি আসছি। তবে তিনি আর ফিরে আসেননি। হায়দার আলী চৌধুরী তার বই সম্পর্কে লিখিত বক্তব্যে বলেন, আমার গবেষণায় পেয়েছি, পবিত্র কুরআন-হাদিসের আলোকে ঈমানের প্রধান শর্তই হলো ধর্মনিরপেক্ষতা (*ধর্মনিরপেক্ষতা দাবী করাই কুফরী)। ধর্মনিরপেক্ষ না হলে ঈমানদার দাবি করা যাবে না। আর যাদের ঈমান নেই তারা মুসলমান নয়।

সুতরাং ধর্মনিরপেক্ষতা ঈমানের অঙ্গ। এটি পবিত্র কুরআনের শাশ্বত বিধান। তাই খলিফাতুল মুসলিমিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি হিসেবে উল্লেখ করে ঈমানি দায়িত্ব পালন করেছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ‘জয় বাংলা’ তে এত ফয়েজ, এত বরকত, এত ফজিলত পেয়েছি, যা ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ এ পাওয়া যায় না। ‘বাংলাদেশ-জিন্দাবাদ’ আমাদের ৩৫ বছর পিছিয়ে দিয়েছে।

তাই দেশ ও জাতির অগ্রগতির জন্য সব রাজনৈতিক দলের একটিই গান হওয়া উচিত- ‘জয় বাংলা’। লাল-সবুজের মলাটে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এই গ্রন্থে ১৩টি অধ্যায় রয়েছে। ১৩২ পৃষ্ঠার বইটির দাম লেখা হয়েছে ২০০ টাকা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।