আমাদের কথা খুঁজে নিন

   

হে বান্গালি, তোমরা টিপস্ দেয়া হতে পিছপা হয়ো না, অতঃপর একটি জোকস্

কি লেখি না লেখি... ভেবে পাই না কূল।

আমাদের (বান্গালিদের) খুব বাজে একটা ব্যাপার আছে। হোটেলে খাওয়ার পরে বা সেলুনে চুল কাটানোর পরে টিপস্ দেয়ার ব্যাপারটা আমাদের ভাল্লগেনা। অথচ এই আমরাই যখন হাবিব'স-এ চুল কাটাই, আসার সময় একশ দেড়শ টিপস্ দিয়ে আসি। ব্যাপারটা গার্লফ্রেন্ডকে নি্যে খেতে গেলেও ঘটে।

তাহলে কি এর জন্যে অনুঘটক-ই দায়ি ?! এই ব্যাপারে ইতিহাস কি বলে ? ইতিহাস ঘেটে একটা বাসি জোকস্ বলি, শোনেন। দুই কলিগ জালাল আর হেলাল প্রতিদিন একটা হোটেলে দুপুরের খাবার খায়। তো মেসিয়ার জালালকে খুবই সমাদর করে। কিছুক্ষন পর পরই কিছু লাগবে কি না জিগ্গেস করে। হেলাল একদিন জিগ্গেস করে, আচ্ছা মেসিয়ার আপনাকে এত সমাদর করে... ঘটনাটা কি? পার্সোনালিটি ম্যান, জালাল বলে।

হেলাল চিন্তায় পড়ে যায়। কিভাবে পার্সোনালিটি বাড়ালো যায়। কিন্তু খুজে পায় না সে ব্যাপারটা। খাওয়া শেষে যাওয়ার সময় জালাল কি জানি প্লেটের নিচে গুজে রাখলো। হেলাল আস্তে করে দেখে নিলো কি রাখলো? দেখে ২০ টাকার একটা নোট।

আচ্ছা এই ব্যাপার ? পরের দিন আবারও যখন ওরা খেতে এলো এইবার মাসিয়ার হেলালকেই বেশি খাতির করছে, জালালকে পাত্তাই দিচ্ছে না। জালালতো রেগে মেগে একাকার। ব্যাপারটা কি বুঝলাম না? জালাল বলে। তখন হেলাল বলল, কালকে আপনি আপনার পার্সোনালিটি যেখানে রেখেছিলেন, আমি সেটা সরিয়ে আমার প্লেটের নিচে রেখেদিয়েছিলাম..।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।