আমাদের কথা খুঁজে নিন

   

এক আস্তিকের স্ট্যাটাস বিশ্লেষণে। (আমি কিন্তু নাস্তিক না)

কেউ বুঝে না আমকে :( এক জন একটা আস্তিক মার্কা স্ট্যাটাস দিসে। ওইখানে আবার একজন কমেন্ট করছে...”শাহাবাগে একজন নাস্তিক এর জানাজা পড়া হয়েছে। একথা জানার পর ও যে সকল মুসলিমেরা শাহাবাগিদের সঙ্গে আছেন তাঁদের কাছে একটা প্রশ্ন-রাজাকারের বিচার আগে না ইসলামের আগে” আমি বুঝতে পারছি না, এখানে আস্তিক নাস্তিক বা ধর্মের প্রশ্ন আসছে কেন? ধরুন আপনি ৭১ এর একজন যোদ্ধা, ধরুন আপনার সহযোদ্ধা একজন নাস্তিক বা বিধর্মী আপনারা যুদ্ধ করছেন পাকি দের বিরুদ্ধে। হঠাৎ পাকিদের ছোড়া একটা বুলেট এসে লাগলো আপনার সহযোদ্ধার মাথায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়লো।

তখন কি আপনি যুদ্ধ থেকে সরে গিয়ে যুদ্ধ না করে আপনার সহযোদ্ধার নাস্তিকতার বিচার নিয়ে ব্যাস্ত থাকবেন? কিংবা বলবেন,ঠিক হইছে নাস্তিকের উপযুক্ত শিক্ষা হইছে। এইসব আবাল মার্কা কথা বলবেন? (জামাত-শিবির ও যে কত সূক্ষ্ম ভাবে ইসলাম কে বিকৃত করছে সে গুলোত আপনাদের মত আবাল দের চোখে পড়ে না) পড়বেই বা কিভাবে, আপনাদের চোখ তো কাল কাপোড় দিয়ে বাঁধা। যারা এইসব আবাল মার্কা কথা বলেন, তাঁদের কইজন ই বা সাচ্চা মুসলিম তা সকলেই জানে। আমরা এখানে এসেছি,রাজাকারের বিচারের জন্য। এর মধ্যে অন্য ইসু জড়াবেন না।

যিনি মারা গেছেন তিনি আমাদের সহযোদ্ধা। নাস্তিক হয়ে থাকলে তাঁর শাস্তি তাঁকে আল্লাহ দিবেন। কিন্তু, এই আন্দোলনের সাথে তাঁর নাস্তিকতার কোন সম্পর্ক নাই। আন্দোলন চলছে চলবেই। রাজাকারের ফাঁশি হবেই।

এই তরুন প্রজন্মকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তরুণরা কখনোই হার মানতে শিখে নাই। যত ইসুই তৈরি করা হোক না কেন। যত ঝড়-ঝাপ্টা আসুক না কেন......জামাত-শিবির-রাজাকারের বিরুদ্ধে আন্দোলন চলবেই (রাজাকারের ফাঁশি না হওয়া পর্যন্ত) জয় বাংলা বি.দ্র. {তোমরা মৃত মানুষকে নিয়ে কথা বলোনা, কারণ তাঁর ফল সে পেয়েছে-মুহাম্মদ (সঃ)} ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।