আমাদের কথা খুঁজে নিন

   

গোডো'র প্রতি

সন্দেহে আছি সত্য

যখন শ্বাসকষ্ট হয় তখন স্পিরিটের প্রিয় ঘ্রাণও আর ভালো লাগে না গেল ফেব্রুয়ারিতে ডাক্তার দেখালাম তিনি ধুলো আর ছোট চিংড়ি থেকে দূরে থাকতে বললেন তার কিছুই মানা হয়নি স্টেরয়েড ওষুধ/ বড়িদানা ঠিক ক'রে খাইনি ধূমপান করেছি এই বিরুদ্ধ জীবনের কি মানে? কী মানে? তুলনায় ভালো আছি আদপে নয় আদতেই নয়। কাল বা পরশু যদি মরে যাই তবে আঁধারে অরণ্যে দেখা হলো না চারুলতার মুখ। চারুলতা মানে গোডো, গোডো মানে ভুয়া দুঃস্বপ্ন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।