আমাদের কথা খুঁজে নিন

   

মা আমাদের এই সংগ্রাম ৪২ বছর ধরে আমরা যেই কলংক নিয়ে ঘুরছি তা ঝেড়ে ফেলার সংগ্রাম, আমাদের সংগ্রাম জামাত-শিবির দের আগ্রাসন থেকে এই দেশটাকে মুক্ত করার সংগ্রাম!!

এতটুকু বুঝি জীবনের কাছে আবেগ নস্যি। আমাদের প্রজন্ম চত্বরে ১৩ দিন ধরে চলা আন্দোলনের কাছে বৈরী আবহাওয়াকে হার মানাতে গত রাতে ১১:৫০ মিনিটে প্রজন্ম চত্বর থেকে ঘরে ফিরি...তার পর দেখতে শুরু করি বিভিন্ন টিভি চ্যানেলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসি তরুন প্রজন্মের প্রতি সংহতি জানানো কিছু মানুষের সাথে ৭১ এর নরপশু জামাত-শিবিরকে রক্ষাকরার ঠিকাদারি নেওয়া কিছু জ্ঞানপাপীর মাথামোটা তর্কযুদ্ধ! এদের কমন কথা হল এরা যুদ্ধাপরাধীদের বিচার চায় কন্তু/তবে..এই কিন্তু/তবের মধ্যে আসলেই ধীরে ধীরে তাদের ল্যাঞ্জা বের হয়ে যায়..বিকজ ল্যাঞ্জা ইজ ভেরি ডিপিকাল্ট টু হাইড! তো বিভিন্ন টিভি চ্যানেল শেষ করে যখন ঘুমালাম তখন রাত ৩টা! সকাল ০৯টায় আম্মার ফোন পেয়ে ঘুম ভাংলো প্রথমেই যতবড় ঝাড়ি দিল কিছুক্ষন পরই ততটুকু নরম হয়ে গেল....ঝাড়ি দিলো এই বলে কালকে রাতে আরটিভিতে দেখল আমি তখনো শাহবাগে, বাড়ি যাচ্ছি না কেন? আমি আম্মাকে বললাম মা তুমি জানো আমরা যারা....বাংলাকে হুদয়ে লালন করি আমাদের সবারই ২টা মা, যেমন আমার জন্য তুমি এবং ''আমার বাংলা মা'' আর এই চেতনাটা সেই ছোট বেলা থেকেই তোমরা মানে আমার বাবা আর তুমি মনে ধরিয়েছ। আমার বাংলা মায়ের উপর জামাত-শিবির সহ তাদের রক্ষাকর্তাদের চলমান আগ্রাসন থেকে মুক্ত করতেই আমরা রাজপথে নেমেছি, দাবী আদায় না করে যে ঘরে ফিরতে পারি না!! মা আমাদের এই সংগ্রাম ৪২ বছর ধরে আমরা যেই কলংক নিয়ে ঘুরছি তা ঝেড়ে ফেলার সংগ্রাম, আমাদের সংগ্রাম জামাত-শিবির দের আগ্রাসন থেকে এই দেশটাকে মুক্ত করার সংগ্রাম!! আমার মা নিরবতা কাঠিয়ে বলে উঠলেন বাবা সাবধানে থাকিস!! আমি বললাম মা দোয়া করো যেন আমরা সফল হয়ে ফিরতে পারি!! আর যদি কথনো না ফিরি তবে লাশের পাসে বসে কান্না করো না..গর্ব করে বলো আমার ছেলে তার বাংলা মায়ের জন্য জীবন দিয়েছে!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।