আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক কঙ্কাল

অকবি @অ-কাজের কবি

নিজের ভেতরে নিজে আমি একটি কঙ্কাল খুঁজে পাই না একটি কঙ্কালে নিজেকে খুঁজি কঙ্কাল হাতে দাড়িঁয়ে আছি নিস্তব্ধ রাতে নির্জন প্রান্তে সারাক্ষণ বন-জঙ্গল নদী পাহাড় গিরী পথে প্রান্তে খুঁজে ফিরি নিজেরই অবয়ব এই আকৃতি কঙ্কালে নিজের চেহারার যে বিকৃতি ছুঁড়ে দূরে ফেলে নিজেরই ভয় ও ভীতি দাঁড়িয়ে আছি শ্মশানে - গোরস্থানে নিভৃতে অন্তরালে ভূতুড়ে জীবন মনে হয় মনেকরি এখন আমি মৃত এক কঙ্কাল - প্রেত অস্পৃস্য কেউ করছে না আমায় স্পর্শ নিজের ভেতরে খুঁজি নিজেরই এই ভয়ংকর আকৃতি মরণের পরে আমার হবে যে স্মৃতি বিকৃতি এক পাপ বিন্দু থেকে রক্ত পিন্ড এরপর জমাট বদ্ধ মানব আকৃত তারপর দেহজন্ম প্রেম-ভালবাসা সুখ-সংসার যুগের পর যুগ বহুকাল সবশেষে কঙ্কাল পরে আর নাই আত্মা? সবসময় রবে-আছে চিরকাল ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।