আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু অপরাজিতার জন্য এ কবিতা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

নয়ন থেকে আমায় ছুড়ছ, এখন কিন্তু কখনও ভুলতে পারবে না জানি না কেন এ বিশ্বাস হচ্ছে আমার প্রেমকে কখনও মুছে ফেলতে পারবে না। যেখানেই যাও না কেন পাবে আমায় কখনও খেয়ালে, কখনও হয়ে আঁিখ জল আচ্ছন্ন করে রাখবে আমার কোলাহল আমার হাসির দলবল। যে আলো আমার প্রেম জ্বেলেছে তব হৃদয়ে তা কখনই পারবে না দিতে নিভিয়ে আমার প্রেমকে কখনও পারবে না মুছে ফেলতে । কখনও কোন কথায় যদি আসে আমার নাম তখনই মোচড় দেয়া হৃদয়ে জমবে ব্যথা নয়নে জমা হবে মহকালের কাজল গোপনে কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠবে, তুমি কেউ যদি প্রশ্ন করে এ বাদলের কারন তুমি চাইলেও বলতে পারবে না কখনই ভুলতে পারবে না যদিও সব দেয়ালের নামিয়ে ফেল ছবি কখনও হৃদয় হতে মুছে ফেলতে পারবে না না জানি কেন এ বিশ্বাস আমার কখনও ভুলতে পারবে না, আমায়। আমার প্রেমকে কখনও মুছে ফেলতে পারবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.