আমাদের কথা খুঁজে নিন

   

ও মা তুমি আমায় যেতে দিওনা এই লাল সবুজের বাংলা ছেড়ে।



sb]আমি বাঙ্গালী এবং বাঙ্গালী হয়েই বেচে থাকতে চাই, ঐ পশ্চিমা দেশের মানুষের মত মানুষ নামের নরপশু হয়ে বেচে থাকতে চাইনা। এই জীবনে যত স্বপ্ন দেখেছি সবই নিজেকে নিয়ে। নিজের পড়াশোনা ক্যারিয়ার বিদেশে উচ্চশিক্ষা এগুলোর মধ্যেই আমার স্বপ্ন সবসময় ধুরপাক খেয়ে যায়। যে দেশে আমার জন্ম্ আমার শৈশব. কৈশোর, যৌবন কেটেছে. সেই বাংলাদেশকে নিয়ে কখনও স্বপ্ন দেখিনি। দেশপ্রেমের অনুভূতি আমার মধ্যে তেমনভাবে কখনওই ছিল না।

ছোটবেলায় ছাব্বিশে মার্চ ও ষোলই ডিসেম্বর সকালে বাবার সঙ্গে ছাদে গিয়ে দেশের পতাকা ওড়াতাম। আর স্কুলে প্রতিদিন সকালে ভাবলেশহীন গলায় গাইতাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শৈশবে ও কৈশোরে দেশের সঙ্গে আমার সম্পর্ক এতটুকুই ছিল। প্রথম যৌবনে জীবন নিয়ে রঙিন স্বপ্ন দেখা শুরু করলাম, দেশে নিয়ে ভাবার সময় কোথায়? পরিবর্তনটা প্রথম টের পেলাম যখন জিয়া আন্তর্জানিক বিমানবন্দর থেকে আমার বিমান আমেরিকার উদ্দেশ্যে রওনা হলো। বিমানটা আকাশে ওড়ার ঠিক আগমূহুর্তে চোখে যে অশ্রুবিন্দু জমেছিল, এর কারন বোধহয় শুধু প্রিয়জনদের ছেড়ে যাওয়াই ছিল না।

এখন বিদেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই বাংলাদেশকে অনুভব করছি প্রতিটি মুহুর্তে। এখন বাংলাদেশকে নিয়ে ভাল কিছু শুনলে গর্বে বুকটা ভরে যায়, ঠিক তেমনটি কষ্ট পাই দেশের খারাপ কিছু হলে। অনেক দিন পর প্রবাসী জীবন কাটিয়ে ফিরে আসলাম আমার প্রিয় লাল সবুজের বাংলাদেশে ,বিমান বন্দরে পৌছেই গর্বে আনন্দে বুকটা ভরে গেল। উচ্চ শিক্ষার জন্য আবার আমাকে যেতে হবে আমেরিকায়, যেতে একদমই মন চাচ্ছিল না তারপরও যেতে হবে, জিয়া বিমানবন্দরে বিদায় ক্ষনে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ি, দেশকে ছেড়ে যাওয়ার চাপা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, মা আমার সামনে দাড়িয়ে তার অশ্রু যুগল দিয়ে পড়ছে অশ্রু, আমি আমার মাকে জড়িয়ে ধরে কাঁদছি, বলছি ওমা আমার তো যেতে ইচ্ছা করছে না, ও মা তুমি আমার যেতে দিওনা এই লাল সবুজের বাংলা ছেড়ে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।