আমাদের কথা খুঁজে নিন

   

কেন , জানি না____ এই কবিতাই বার বার মনে আসছে___

বাঙলা কবিতা

গত ৩৬ ঘণ্টা যাবৎ কেন জানি না, এই কবিতাই বারবার মনে আসছে... আমি কি ধরিত্রীযোগ্য / পূর্ণেন্দু পত্রী ==================== আমি কি ধরিত্রীযোগ্য ? এই প্রশ্নে কেঁপে ওঠে তার অসুখের ঘূণ-লাগা শরীরের অস্থি-মজ্জা-হাড়। তাকে ঘিরে আছে মেঘ তাকে ঘিরে ব্যাধের উল্লাস। অক্ষর অন্বিষ্ঠ তার, হাতের মুঠোয় মরা ঘাস। প্রকৃতির হাত থেকে মানুষ নিয়েছে কেড়ে নিজের থাবায় সংক্রামক কুয়াশা ও হিম মানুষের হাত থেকে কখন নিয়েছে কেড়ে বিরক্ত সময় অন্ধকার চিনবার মঙ্গল পিদিম কাঁটায় ছিঁড়েছে হাত লুকনো রক্তের ফোঁটা লেগে পাণ্ডুলিপি ভিজে একাকার। আমি কি ধরিত্রীযোগ্য ? এই প্রশ্নে সে এখন সেতারের ছিঁড়ে-যাওয়া তার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।