আমাদের কথা খুঁজে নিন

   

আমার উবুন্টু - ১

দুরে তুমি দাড়িয়ে

(রি-পোস্ট) উবুন্টু ৯.০৪ উবি দিয়ে ইনস্টল করেছি। ভাল লাগছে ইউজ করতে। লিনাক্স এই থাকতে চাই। নতুন ইউজার বলে একটু সমস্যা হচ্ছে। এর আগেও পোষ্ট দিয়েছিলাম।

অনেকেই সাহায্য করেছেন। তবে এর স্থায়ী কোন সমাধান করতে পারি নি। হতাশ লাগছে, লিনাক্স গুরুরা ঘুমিয়ে আছেন বলে। / আগের পোষ্ট যাই হোক, সমস্যার কথা বলি। ০০০)- প্রতিবার পিসি চালু করার পর .mp3 .avi .mpeg .wmv .wmp .flv .vob .dat ইত্যাদি ফাইলগুলো চলে না।

(সার্চ করে ইনস্টল করলে .mp3চলে। ১১১)- কিন্তু মাঝে মধ্যে ই হঠাৎ করে গান বন্ধ হয়ে যায়। আবার পিসি রি-স্টার্ট বা পুনরায় অন করলে আবার সেই একই সমস্যা। .mp3 .avi .mpeg .wmv .wmp .flv .vob .dat ইত্যাদি ফাইলগুলো চলে না। আবার ডাউনলোড করে ইনস্টল করতে হয়।

২২২)- অডিও গান শোনা গেলেও ইকুলাইজার তেমন ভাল না। ভাল ইকুলাজার ওয়ালা প্লেয়ার এর সন্ধান চাই। ৩৩৩)- ড্রাইভগুলো পারমানেন্ট ভাবে ডেক্সটপে রাখতে পারছি না। সমাধান কি? ৪৪৪)- রিপো সিডি/ডিভিডি কোথায় পাওয়া যায়? :-*ইন্ঞ্জিনিয়ার ভাই এর ডেক্সটপ এর স্ক্রিনসট দেখে ভাল লাগে আবার হিংশে ও হয়। আহ্ যদি আমার পিসিটা ওভাবে সাজাতে পারতাম... আশা করি এবার আমার এই সমস্যার স্থায়ী সমাধান লিনাক্স গুরুরা করে দিবেন।

(বি:দ্র: লিনাক্স গুরুরা বলেন যে, নির্ভয়ে উবুন্টু ব্যবহার করেন। আমরা সদা সর্বদা আছি আপনাদের সাথে ! ২ দিন আগে পোস্ট দিয়েছি, কেউ কোন হেল্প করেন নি। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.