আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামী পদ্ধতি অনুসরণের মধ্য দিয়েই মালয়েশিয়ার অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে -ড. আসলাম বিন হানিফ



ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আসলাম বিন মুহাম্মদ হানিফ বলেছেন, ইসলামী পদ্ধতি অনুসরণ করার মধ্য দিয়েই মালয়েশিয়ার অর্থনীতি মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। সেখানকার পুঁজিবাজার শরীয়াহ ভিত্তিক পরিচালিত। বিগত ৫০ বছরের বেশি সময়ে দেশটিতে ইসলামী অর্থনীতি সংক্রান্ত চারটি নীতিমালা প্রণীত হয়েছে। বর্তমানে ন্যাশনাল ভিশন পলিসি (২০০১-২০১০) বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত ‘‘কনটেম্পোরারি ইসলামিক ইকোনমিক থট অ্যান্ড পলিসিঃ পলিসিজ অ্যান্ড ইনস্টিটিউশনাল রিফর্মস ইন মালয়েশিয়া’’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

ইসলামিক ইকোমিক্স রিসার্চ ব্যুরো (আইইআরবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) যৌথভাবে ও অনুষ্ঠানের আয়োজন করে। সাবেক কবি ও আইইআরবি চেয়ারম্যান শাহ আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়ার একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুস্তফা ওমর মুহাম্মদ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুর রকীব, আইইঅরবির সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক আইয়ূবুর রহমান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম মুজাহিদুল ইসলাম প্রমুখ। মালয়েশীয় অধ্যাপক ডা. আসলাম আরও বলেন, মালয়েশিয়াসহ এমনকি বাংলাদেশে ব্যাংকিং ও অর্থ প্রতিষ্ঠান পরিচালনায় ইসলামী পদ্ধতি অনুসরণ করা হচ্ছে এবং তার পরিধি ক্রমশঃ বাড়ছে এটি নিঃসন্দেহে সুখকর বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমদ বলেন, মালয়েশিয়ার পুঁজিবাজার ইসলামী হলেও বাংলাদেশের পুঁজিবাজার এখনও সে রকমটি হতে পারেনি।

তবে অনেক ইসলামী ব্যাংক রয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এখনও ইসলামী ব্যাংক পরিচালনা ও নিয়ন্ত্রণে কোন গাইড লাইন নেই। এডহক ভিত্তিতে নিয়ন্ত্রণ করে থাকে। সুনির্দিষ্ট নিয়মনীতি না থাকা ও নিজস্ব শরীয়া বোর্ড নিয়ন্ত্রণ করায় এ দেশে ইসলামী ব্যাংক ও অন্যান্য অর্থ প্রতিষ্ঠান ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে যায় বলে তিনি মন্তব্য করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.