আমাদের কথা খুঁজে নিন

   

গর্জে উঠুন ব্লগার ভাই-বোনেরা... বিপ্লব.. বিপ্লব...

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

আমাদের সামুতে ব্লগের পরিবেশ নষ্টকারী কিছু নন ব্লগার রয়েছেন, যারা ব্লগার বেশ ধরে ব্লগের সামগ্রীক পরিবেশ নষ্ট করতে সদা তৎপর। আমার মনে হয় কিছু স্বার্থান্বেষী মহল এদের ইন্ধনদাতা হিসেবে কাজ করছে। প্রকৃত ব্লগার একজন লেখক একজন কবি একজন সচেতন ব্যক্তিত্ব, যে তার অনুভূতিগুলো সকলের সাথে শেয়ার করার মাধ্যমে অন্যরকম আনন্দ খুঁজে নেয়। সে পারে না কোন কুরুচিপূর্ণ কথাবার্তায় অন্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে। আমরা এখানে একটি পরিবারের মতন হয়ে গেছি।

একজনের আনন্দে আনন্দ পাচ্ছি আবার একজনের দুঃখে দুঃখিত হয়ে পাশে দাড়াচ্ছি সমবেদনার হাত বাড়িয়ে। আমরা যেন একই পরিবারের অনেকগুলো ভাই-বোন। কিন্তু এরই মধ্যে কিছু বাইরের লোক ঢুকে পড়েছে যারা কিনা আমাদের এ বন্ধন সহ্য করতে পারছে না। তারা চাইছে সামু পরিবার নিশ্চিহ্ন হয়ে যাক। কিন্তু তা একদিনে একেবারে সম্ভব নয় কারণ সামু কোন ছোটখাটো পরিবার নয়।

তাই তারা বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে আগে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে। কুরুচিপূর্ণ পোষ্ট, কমেন্ট, সরাসরি অ্যাটাক ইত্যাদির মাধ্যমে তারা ব্লগের পরিবেশকে নষ্ট করতে বেশ তৎপর হয়ে উঠেছে ইদানিং। এদেরকে এখনই থামাতে হবে। এদেরকে কোন ক্রমেই এদের হীন স্বার্থ চরিতার্থ করার সুযোগ দেয়া যাবে না। এদেরকে আমরা থামাবই।

এদেরকে আমরা ব্লগ থেকে বিতারণ করবই। এইতো আজই একজনকে বিতাড়িত করেছি সবাই মিলে। সামু কর্তৃপক্ষকে সেজন্য ধন্যবাদ। আমরা সুস্থ সাভাবিক ব্লগিং করতে চাই। এখানে আমরা মনের কথাগুলো মনেরই ভাষায় প্রকাশ করতে চাই আমাদেরই ভাই-বোনদের মাঝে।

কোন মতলবাজের জায়গা হবে না আমাদের সামু পরিবারে। সামু আমাদের প্রাণের ঠিকানার নাম। এই ঠিকানা আমরা হারাতে চাই না.. সকল কুরুচিপূর্ণ নন ব্লগারদের বিরুদ্ধে আমি বিপ্লব ঘোষণা করছি.. ব্প্লিব.. বিপ্লব.. তোদেরকে সামু থেকে চিরতরে বিতাড়নের আগ পর্যন্ত এই বিপ্লব চলবে.. চলতে থাকবে... আমাদের প্রাণের ঘর প্রাণের ঠিকানাকে বাঁচাতে সকল ব্লগার ভাই-বোনেরা বিপ্লবী হয়ে উঠুন.. গর্জে উঠুন নিজ নিজ জায়গা থেকে... বিপ্লব.. বিপ্লব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।