আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের সাম্প্রতিক অস্হিরতা এবং সবার একটা ভুল ধারনা.......

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

গত কয়েকদিন ধরেই ব্লগে এক ধরনের অস্হিরতা চলছে...... সবাই কমেন্ট করতে ভয় পাচ্ছে,পোস্ট দিতে তো আরো দ্বিধায় ভুগছে!! আমি নিজে এই পোস্ট লিখতে দশবার চিন্তা করেছি........শেষে লিখে ফেলেছি..........শুধুমাত্র সামুকে ভালবাসি বলেই....... ইন্টারনেট ব্যবহার করছি ২০০০ সাল থেকে...... আর কোন সাইট আমাকে কখোনো নেশা লাগিয়ে দিতে পারেনি যতটুকু করেছে সামহোয়ার ইন ব্লগ....পুরা এডিক্টেড বানিয়ে দিয়েছে........ এর পুরা কৃতিত্ব শুধুমাত্র ব্লগারদের............আমি মনে করি মডারেটরদের এখানে ভূমিকা থাকলেও তা খুবই সামান্য...... এখানে আরেক গ্রুপের কথা সবাই ভুলে যাচ্ছেন.......... তারা হচ্ছেন ভিজিটর...... সম্ভবত ব্লগ কতৃপক্ষ ও ভিজিটরদের কথা ভুলে গেছেন.......তারা ভুলে যাচ্ছেন ভিজিটররাই হচ্ছেন আগামী ব্লগার....... কিন্তু গত কয়েকদিন ধরে যেসব ভিজিটর সামুতে নিয়মিত ভিজিট করছেন আমি নিঃসন্দেহে বলতে পারি তারা এখানে আর ব্লগ লিখার কথা চিন্তাও করবেননা....... আমি নিজে সামুতে বেশ কয়েকজনকে জোরে নিয়ে এসেছি......ব্লগ পড়তে বলেছি.........আমার নিজের বেশ কয়েকজন আত্মীয়কে ও বলেছি........ নিঃসংকোচে বলেছি কারন.........আমি জানতাম যে অন্যান্য ব্লগ থেকে সামহোয়ারের পার্থক্যটাই হচ্ছে পোস্টের এবং ব্লগারদের মান.......অন্যান্য ব্লগে যেখানে সবাই সংখ্যাকে প্রাধান্য দেন.......সামুতে দেয়া হয় মানকে.... কিন্তু সামুর মডুরা এখন আমাকে আর বড় মুখে কথা বলবার জায়গা রাখলনা......... ভয় নিয়া লিখে কখোনোই কারো কাছ থেকে ভাল কিছু বের হবেনা.......এটা নিশ্চিত........... সামহোয়ার যদি এভাবে চলতে থাকে তাইলে আমি নিশ্চিত..... অন্য কোন ব্লগ খুব তাড়াতাড়ি সামুর জায়গা দখল করে নিবে..... অস্ট্রেলিয়ার ক্রিকেট সাম্রাজ্য পতনের মুখে.......... আমেরিকারও আর বেশীদিন নাই....... আর ইংরেজ দের তো এখন কোন চিহ্নই নাই...... (( আর যদি হিট বাড়ানো মডারেটরদের লক্ষ্য হয়ে থাকে......তাইলে তাদের বলব যে উনারা স্বপ্ন দেখছেন.......দুইচারদিনের হিট নায়ক রে পরে আর খুইজা পাওয়া যায়না))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.