আমাদের কথা খুঁজে নিন

   

এইসব ভাল হচ্ছে না একদমই। প্রফেশনাল তো মোটেই নয়।

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

সামহোয়ারইন ব্লগ আমার কাছে অনেক প্রিয় একটা জায়গা। আমার প্রবাস জীবনের একাকী সময়ের কোন এক মুহুর্তে সামহোয়ার আমার জীবনে রঙ্গিন কিছু সময় উপহার দিয়েছিল। আমি হয়ত তেমন কোন জাতের ব্লগার ছিলাম না। তবু সারাদিনমান ব্লগে পড়ে থাকতাম। ভাল লাগত কিছু ব্লগারের ব্লগকে প্রানবন্ত করে রাখা।

একটা পরিবারের মত মনে হত। যখন ব্লগ খুলতাম ব্রাউজারে, মনে হত যেন একটা বাসায় চলে এসেছি। সেই বাসায় আমার কিছু আপন লোক থাকে। চোখের সামনে ব্লগটাতে অনেক কিছু হয়ে গেল। আজকে দেখলাম বিষাক্ত মানুষের ব্লগ বাতিল।

যদিও ব্লগে অনেক দিন আসি না। তবু খোজ খবর থেকে জানি যে বিষাক্ত মানুষের সাথে ব্লগ কতৃপক্ষের সম্পর্কটা ভাল যাচ্ছে না। কিন্তু তা বলে ব্লগ স্থগিত করাটাকে মানতে গিয়ে সবকিছু হাস্যকর রকম অসহ্য মনে হচ্ছে। বিষাক্ত মানুষের মত ব্লগাররাই এ ব্লগের প্রান ছিল একদিন। আজকে তার ব্লগ স্থগিত? তার যে সব লেখাগুলোতে আমাদের অনেক নির্ঘুম রাতের স্মৃতি জড়িয়ে আছে সব মুছে যাবে? ব্লগকে আমি তেমন কোন ব্যাপার মনে করি না।

ব্লগে না আসলে বা আসলে, কোন কিছূই আমার কাছে তেমন পার্থক্য করে না। আমি অসামাজিক লোক। কিন্তু তারপরেও আজকে এইসব কথা বলতে ইচ্ছে করছে। এভাবে ব্লগের একজন ব্লগারের সব লেখা মুছে দেবার অধিকার ব্লগ কতৃপক্ষ রাখেন কিভাবে? তাহলে আজকে অন্য যারা এই ব্লগে লিখছেন, যারা পড়ছেন সবাইকে কি এমন অভিজ্গতার স্বীকার হতে হবে? না, আমি ব্লগ কতৃপক্ষকে কিছু বলছি না, কৈফিয়তও চাচ্ছি না। কেননা সামহোয়ার ব্লগ নিয়ে আমার আর কোন আবেগ নেই।

আগে অন্য সব ব্লগ থেকে একে আলাদা করে দেখলাম। সচলায়তন নামে একটা ব্লগের কড়া সমালোচনা করতাম তারা সংকীর্ণমনা বলে, মালিকপক্ষের বিপক্ষে ওখানে কিছু বলা যায় না। এখন দেখছি সামহোয়ারও তাই। বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগটিও প্রফেশনাল না, ঠুনকো ক্ষমতার অপব্যবহার তারাও করেন যেকোন সময় এটা কষ্ট্ দিল। বিডি আইডল নামের অনেকের প্রিয় ব্লগার ও দেখলাম ব্যান।

তার কোন লেখা নেই। অথচ এই সময়ে ব্লগে না আসা দিনেও তার ব্লগে যেতাম অফলাইনে হলেও। কেননা তার ব্লগটি ছিল অনেক উপকারী। অনেক তথ্য পাওয়া যেত। এভাবে একটা সাইট চালানো যায় না।

আসলেই। ভাবুন। এভাবে হয় না। ব্লগটি শেষ হয়ে যাবে। এভাবে মানুষজন হতাশ হয়ে যাবে।

প্রিয় ব্লগের এমন পরিনতি দেখে খারাপ লাগছে। আমার নিজের হয়ত আবেগ নেই ব্লগ নিয়ে আর বাকী। কিন্তু নতুন যারা ব্লগার তাদের অনেকেই আমি বা আমার মত আরও অনেকে আগে যেমন স্বপ্নাতুর থাকত তেমন রয়েছে। এভাবে চলতে থাকলে তাদেরও স্বপ্নমৃত্যু ঘটবে, আবেগ নি:শেষ হবে। তাতে ব্লগ বাচবে না।

ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।