আমাদের কথা খুঁজে নিন

   

বাহ! কি চমেৎকার মগারেশম!!!

রেচিডেং নিয়োগের চিডি পাইলেই জানামু

টেকা পুইসা হাতের মৈলা যেই হালায় কৈয়া গেসে হেরে পাইলে শিওর মাঝ রাস্তায় ফালায়া ুন্দাইতাম। হুমুন্দীর পোলা না জাইনা কতা কৈয়া গেসে। সামুর মগারেশমের কি দারুণ হাল হকিকত, এডি দেইখা মাতায় এই কতা ছাড়া আর্খিছুই আইলো না। বিষাক্ত মানুষ নামে এক্টা ব্লগারাছিলো সেডি অহনার্কেঐ জান্তার্বো না। কি ছিলো বিমার দুষ? নাঃ পোলাডি এক বিশিষ্ট সার্ব্যবসায়ীর আগের্নিকের মুক্খারাপের পর্তিবাদ কর্ছিলো।

যেডি এইহান্কার মগারেশম পেনেলের পছন্দ হৈনাই। সেল্লিগা বিমারে পৈলা ওয়াচে রাক্ছে। এদ্দিন পর মনে হৈছে যেই এলিমেন্ট সার্ব্যবসায়ীর লিগা ডিস্টাবিং করে সেডিরে আর্রাখনের্দর্কার নাই। সেল্লিগা হের ব্লগো ডিলিটাইছে। তয় কুন পুস্টে জানি নুটিশবুডে কৈছিলো ব্যান্কর্লেও ব্লগ ডিলিটাইবো না।

শালার দুইন্যা, হেই কতার্দাম্নাই। বাল্ডা আমার। কৈ পৈড়া রৈছি???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।