আমাদের কথা খুঁজে নিন

   

নকল পন্য, নাকি দৃষ্টিভঙ্গি নকল?

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

ইদানিং বাজারের ব্যাগ হাতে ঝুলানোর পরিবর্তে ট্রলি ঠেলে বাজার করার একটা রেওয়াজ চালু হয়েছে। সে স্রোতে আমিও গা ভাসিয়ে ট্রলি ঠেলি। অবশ্য তার পিছনের কারণ হলো "সময়ের অভাব" এবং একই জায়গাতে সব জিনিস একসাথে পাওয়া। রাজধানীর একটি সুপার শপে সেলসগার্লের কথার ফুলঝুরিতে দ্রবীভূত হয়ে গুড়ো দুধ কিনে বাসায় এসে সেটার ব্র্যান্ড নেম দেখে চোখ আমার ছানাবড়া।

"রেডকাউ" অনেকদিনের একটি পরিচিত গুড়ো দুধের ব্র্যান্ড। যার মোড়ক এবং কালার সবারই জানা। কিন্তু ”রেডকাউ” মনে করে গুড়ো দুধ কিনে বাসায় এসে দেখি সেটা “টপ কাউ”। যার মোড়কের কালার, ডিজাইন এমনকি ব্র্যান্ড নেম প্যাটার্ন একই রকম। যদি রেডকাউ এর ব্র্যান্ড নেম রেজিষ্টার্ড করা ছিল।

নতুন এই গুড়ো দুধটি "সানোয়ারা কনজুমার প্রোডাক্টস লিঃ" থেকে বের হয়েছে। যাতে রয়েছে বিএসটিআই এর সিল। এখন প্রশ্ন হলো, আগের "রেডকাউ" এর কোম্পানী যদি এখন নতুন নামে আরেকটি প্রোডাক্ট বাজারে ছাড়ে তবে সব ডিজাইন একই রেখে শুধু ব্র্যান্ড নেম পরিবর্তন করে কিভাবে বাজারে সেটা ছাড়ে? তবে, নকল পন্য, নাকি দৃষ্টিভঙ্গি নকল?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।