আমাদের কথা খুঁজে নিন

   

একটি মূর্খতাপূর্ণ কৌতুক



জুম্মার দুই রাকাত ফরজ নামাযের পূর্বে যে খুতবা পাঠ করা হয় সেটা শোনা ওয়াজিব। এসময় কথা বলা নিষিদ্ধ। কিন্তু প্রায়ই দেখা যায় এ সময় বড়রা ছোটদেরকে দুষ্টুমি থেকে বিরত রাখার জন্য ধমকিয়ে থাকেন। কোন কোন মসজিদে আবার দেখা যায় খুতবা চলাকালে মসজিদের জন্য টাকা উঠাতে। অল্পজানা মুসল্লিরা ওয়াজিব খুতবা শ্রবণ উপেক্ষা করে বেশ উৎসাহ নিয়ে নফল দানকার্যে লিপ্ত হন।

আবার যে কোন নামাযের মধ্যে কথা বললেও নামায ভঙ্গ হয়। বুদ্ধি-সুদ্ধি কম থাকলে এসব ক্ষেত্রে কি অবস্থা হতে পারে তা দেখা যাক এই ঘটনায়: তিনজন একসাথে তিন-চার কিলোমিটার দুরের সাপ্তাহিক হাটে যাচ্ছে। দুইজন সাধারণ লোক, একজন চাল আর একজন মুরগী নিয়ে যাচ্ছে বিক্রি করে প্রাপ্ত টাকা দিয়ে প্রয়োজনীয় বাজার সদাই করবে বলে। আর একজন কোনরকম সূরা-ক্বেরাত পড়তে পারা মসজিদের খাদেম যাচ্ছে হাটে মসজিদের জন্য টাকা উঠাতে। পথে নামাযের ওয়াক্ত হলে রাস্তার কিনারে ভাল একটা জায়গা দেখে জিনিসপত্র সব একসাথে রেখে, খাদেমকে ইমাম বানিয়ে তিনজন নামায শুরু করল।

এদিকে একসাথে রাখায় মুরগি চাল খাওয়া শুরু করল। প্রথম ব্যাক্তি: এই তোর মুরগি আমার চাল খেয়ে ফেলছে। দ্বিতীয় ব্যাক্তি: নামাযের সময় কথা বলতে নেই, জানিস না? খাদেম: এই জন্যই তো আমি কথা বলিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.