আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিন কী শুধুই একটি দিবস ? ? ?

হে মানব, আজি ওঠো জেগে বিবেকের তাড়নে

আমার আজকের লেখাটি আমার এক ব্যাচ জুনিয়র(বিশ্ববিদ্যালয়ের হিসেবে) ব্লগার ''গুহামানব '' -কে তার জন্মদিন এর শুভেচ্ছা স্বরূপ লিখা এবং উৎসর্গীকৃত । শুভ জন্মদিন ''গুহামানব'' । এবার আসি আজকের বিষয়ে । আমরা প্রত্যেকেই বছরের সেই বিশেষ দিনটিকে জন্মদিন হিসেবে পালন করি যেদিন এই মর্ত্যলোকে আমাদের আবির্ভাব ঘটেছিল(যদিও এখন অনেকেই সার্টিফিকেটে জন্মসালের সাথে সাথে জন্মদিনটিকেও বদলে দেয় ) । যাই হোক, এই বিশেষ দিনটিকে আমরা যে যার যার মত করে নানাভাবে স্মরণীয় করে রাখতে সচেষ্ট হই।

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রিয়জনের সাথে নিজের মত করে এ দিনটি উপভোগ করি। আর জন্মদিন -এর পার্টি, কেক এসব তো আছেই । আমার মনে হয়, জন্মদিনে এসে সবারই একটি কাজ করা উচিৎ , যা কেউ করে না । একটি জন্মদিন মানে জীবনের আরও একটি বছর কালের অতল গহবরে হারিয়ে যাওয়া । জীবনের নতুন একটি বছর তথা নতুন একটি অধ্যায় শুরু করা ।

তাই এ বিশেষ দিনটিতে এসে আমাদের বিগত একটি বছরের খতিয়ান নিয়ে একবার হলেও বসা উচিৎ । "মানুষ হিসেবে, সৃষ্টির সর্বশ্রেস্ঠ জীব হিসেবে গত এক বছরে আমি কি সকলের প্রতি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করেছি ?" - নিজের বিবেকের কাছে নিজেই এ প্রশ্ন করা উচিৎ । জবাব হ্যাঁ হলে আসুন প্রতিজ্ঞা করি আরও আন্তরিকতার সাথে আগামী বছরও এভাবেই আমার দায়িত্ব পালন করব । আর না হলে, অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে এ দায়িত্ব পালনে অংগীকারাবদ্ধ হই । পরিশেষে "গুহামানব " তথা শাহেদকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.