আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ঘুম ঘুম কুয়াশা

অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক সামান্য ঠাঁই

হে পুরুষ, তুমি আমার চোখের মাঝে কি খোঁজ? বিশাল নীল আকাশ আমার ছোট্ট চোখে ধরা পড়ে না তুমি চোখের মাঝে বৃথাই আকাশ খুঁজতে যেও না। [হে রহস্যময়ী নারী, আমি সেদিন সমুদ্র ছুঁয়ে এসেছি সেই সমুদ্র চিরচেনা....চিরচেনা মনে হয় এখন!] তুমি আমার চোখে সমুদ্র খোঁজতে এসো না পুরুষ, তুমি তলিয়ে যাবে তলিয়ে যাবে অতল গভীরে পুরুষ, তুমি আমার চোখ ছুঁয়ে দিতে এসো না তুমি আমার বুক ছুঁয়ে যদিও দাও---তবুও বাঁধা নেই আমার প্রতিটি ভারী নিঃশ্বাস প্রশ্বাস জানে, "তুমি ঘুম ঘুম কুয়াশা"। ভোরের গাঢ় শুভ্র কুয়াশায় পথিক শুধু মিলিয়ে যায় হারিয়ে যায়... কুয়াশার চাদর গায়ে জড়িয়ে সে বাড়ি ফিরে আসে না তুমি শুধুই অস্পষ্ট কুয়াশার কুন্ডলী তোমার ধূসর অব্য়ব আমার চোখের মাঝে ভেসে উঠে না যখন তখন। হে পুরুষ, তুমি আজ অভিশপ্ত তুমি যেকোন এক নারী পাবে তবুও তার ভালোবাসা বৃষ্টি হয়ে তোমাকে ভিজিয়ে যাবে না রাতের আধাঁরে উগ্রসাজের নারীদের সবাই পায় সেই নারীর শরীরে লেগে থাকে প্রতিটি পুরুষের একেক গন্ধ তবুও তার চোখের জলে কেউ মুক্তা হয়ে ফুঁটে থাকে না। হে পুরুষ, না হয় বলি আজ তোমায় সুপুরুষ তুমি আমার চোখ ছুঁয়ে দিও না গভীর নীল সমুদ্র সেদিন আকাশ হয়ে ভেসে যাবে দূরে তুমি শুধু ঘুম ঘুম কুয়াশাই তুমি হিম হিম ধূসর কুয়াশার চাদর হয়েই থাকো। ***************************************************** শুধু বেঁচে থাকুক আমার চোখ দুটি তোমার অভিশপ্ত হাত থেকে বেঁচে থাকুক সুন্দরের অপেক্ষায় তোমার ধূসর হাত সরিয়ে রেখো


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।