আমাদের কথা খুঁজে নিন

   

রেডিও টিভিতে জুমার খুতবা প্রচার করলে দেশ ও জাতির কল্যাণ হবে।



আমাদের দেশের কোন রেডিও টিভিতে জুমার খুতবা প্রচার করা হয় বলে আমার জানা নেই। যখন জঙ্গিরা বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলা করেছিলো , তখন বিটিভিতে নাকি বায়তুল মুকাররম মসজিদের জুমার খুতবা প্রচার করা হয়েছিলো। এবং তা আত্মঘাতী হামলা বন্ধে খুব গুরুত্ব পুর্ণ ভুমিকা রেখে ছিলো। ঐ খুতবা মানুষের মধ্যে বেশ সাড়া জাগিয়েছিলো। দুঃখের বিষয় হচ্ছে, যখনই আমরা বিপদের সম্মুক্ষিন হই তখনই শুধু আল্লাহকে স্বরণ করি।

এবং আল্লাহর প্রদত্ত বিধানকে কাজে লাগাই। আমাদের দেশে অনেক মানুষ আছে ইসলামের কথা শুনলে ভয় পায় এবং বিব্রত বোধ করে। তারাও শান্তি সৃঙ্খলা রক্ষার্থে জুমার দিনে ইমামদের খুতবার কথা অস্বিকার করতে পারবেন না। ইমাম ও খতিবেরা মসজিদে জুমার দিন ঘুষ দুর্নীতি পরিহারের জন্য মানুষকে উপদেশ দেন। চুরি ডাকাতি বন্ধ করতে বলেন।

মাদক ও ধুমপানের বিরুদ্ধে কথা বলেন। মাপে ওজনে কম ও ভেজালের বিরুদ্ধে সাবধান করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করেন। যৌতুক প্রথা উচ্ছেদের কথা বলেন। নারীর অধিকারের কথা বলেন।

মানুষের জান-মাল ও ইজ্জতের প্রতি সম্মান করার কথা বলেন। পিতা-মাতা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, অন্যান্য ধর্মাবলম্বীসহ সবার সাথে সদাচরণ করতে উদ্ধুদ্ধ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নছিহত করেন। অন্যের সম্পদ ভোগ দখল করার পরিণতি সম্পর্কে বক্তব্য রাখেন। মোট কথা নীতি নৈতিকতা বলতে যা কিছু বুঝায় ও অন্যায় বলে যা কিছু স্বীকৃত সব কিছু সম্পর্কে মানুষকে সঠিক পথের দিশা দেন ইমাম ও খতিবরা।

যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা আমাদের অন্যায় হবে না যে, প্রতি শুক্রবার জুমার খুতবা বিটিভিতে সরাসরি এবং পরে তা আবার পুর্ণপ্রচার করতে। নৈতিক শিক্ষার অভাবে আমাদের সমাজে সব ধরনের অপরাধের মাত্রা বেড়ে চলছে। এ উদ্যোগ মানুষের নৈতিক মান উন্নয়নে ভূমিকা রাখবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.