আমাদের কথা খুঁজে নিন

   

বউ এর মোড়ক উন্মোচন !

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

আপনারা অনেকে ফার্মগেটে নবীন আর্ট দেখেছেন। এই নবীন আর্টের সাইফুল্লাহ নবীন একজন গুণী লেখকও বটে। তবে তিনি কত ভাল বা খারাপ লেখক সেটা বিচার করার জন্য এই লেখা নয়। তার কিছু বইয়ের নামকরণ নিয়ে একটু রঙ্গ করাই এই লেখার উদ্দেশ্য। তার এই বই গুলোর নামকরণ শুরু হয়েছে “বউ...” দিয়ে যেমন বউকাঁটা,বউবাসা,বউডুবি ইত্যাদি।

পাঠক নিশ্চয় বুঝতে পারছেন সিরিজটি জনপ্রিয়ই হয়েছে। তা নইলে বউ তো এতবার বইমেলায় আসত না! বউকাঁটা উপন্যাসটি বোধহয় কয়েক মুদ্রণ হয়েছে। কোন কিছু নিয়ে রঙ্গ করতে গেলে কিছু জিনিস অতিরঞ্জন করতেই হয়! ধরুন বউ সিরিজটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠল। তখন বই মেলায় গেলে বউ বিষয়ক এ ধরনের কথা কানে আসতে পারে। যেমন তার প্রকাশক এর স্টলের সামনে বউ এর পাঠকরা ভিড় করবে এবং প্রকাশক বলবেন “বউ পাঠকরা লাইন ধরে আসেন....কিংবা স্টলের কর্মচারীরা তাদের সুবধার্থে বউ সিরিজের বই গুলোর নাম্বার দিয়ে দিবে এবং বলবে এই বউ ১ দে তো অথবা বউ ৩ নিয়ে আয়... ইত্যাদি ইত্যাদি।

এই সিরিজ প্রকাশ করার কারণে প্রকাশকও পেতে পারেন বিশেষ খ্যাতি। তাকে মেলায় ঢুকতে দেখলেই কেউ হয়ত বলে বসবে “ঐ যে আসছে বউ প্রকাশক!” আর সেক্ষেত্রে সাইফুল্লাহ নবীন এর জনপ্রিয়তা তো হবেই... উনি মেলায় ঢোকার সময় কেউ হয়ত বলবে “ ঐ যে আসছেন বউ লেখক!” আরো ধরা যাক বউ সিরিজ এর সব কপি মেলায় বিক্রি হয়ে গেল । স্টলে আর কোন বই নেই তখন কোন বউ ক্রেতা বা পাঠক স্টলে এসে বলবেন “বউ কই?” কর্মচারী বলবে “বউ কয় নাম্বার?” তাই লেখক এবং প্রকাশককে সাধুবাদ দিতেই হয় কারণ তারা কোন বই এর নাম শুধু “বউ” দেননি। তাহলে ঘটনা আরো ইন্টারেস্টিং হত। যেমন মেলার ঘোষণা মঞ্চে ঘোষণা করা হত...“নজরুল মঞ্চে এখন “বউ” এর মোড়ক উন্মোচন করা হবে।

আপনারা আমন্ত্রিত!” বউ সিরিজের আরো বই সামনে মেলায় আসবে বলেই আমার ধারণা এবং ঐ বউয়েরা যে নজরুল মঞ্চে উন্মোচিত হবে এ বিষয়েও কোন সন্দেহ নেই! আপনারা সবাই আমন্ত্রিত! পুনশ্চঃ সাইফুল্লাহ নবীন কে মিতা (আমার নামেও সাইফুল্লাহ আছে) হিসেবে একটি সু-পরামর্শ (সুমনের পরামর্শ) দিচ্ছি... বউ নিয়ে সিরিজ বই লিখিয়াছেন ভাল কথা তবে ভুলেও বউ নিয়ে সিরিজ চিত্রাঙ্কণ করিবেন না তাহা হইলে আপনাকে কোথাও পরিচয় করাইয়া দিবার সময় বলা হইবে বিশিষ্ট বউ চিত্রকর এবং বউ লেখক জনাব...!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।