আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি হল সালাউদ্দিন?...আবারও সেই উল্টো পথে চলা

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত
ফুটবল ডুবানো কর্মকর্তারা আবার একটা খেল খেললেন এবং ফুটবল আবার পিছে হাটা শুরু করল। এইজন্য তাদেরকে আমার অভিনন্দন। তবে কথা হইতেছে আমি একটা ট্যক্স দেয়া পাব্লিক এবং আমার মতো অনেক ট্যক্স দেয়া পাব্লিকের টাকায় ফেডারেশন চলে। আমরা বলি যে এই ধরনের কর্মকর্তাদের আমরা চাইনা এবং ফুটবল ডুবানো এইসব কর্মকর্তাদের গদাম লাথি মেরে বিদায় করা হোক। কোচ ডিডো এই পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছেন তার কোনটাই ব্যক্তিস্বার্থে মনে হয়নি আমার কাছে, প্রতিটা ছিল যুক্তিপূর্ন।

ফুটবল খেলায় কোচের ভূমিকাই সবথেকে বেশি। কোচের সাথে লাগাতে ম্যনইউ তাদের ঘরের সন্তান বেকহ্যামকেও টপ ফর্ম থাকা অবস্থায় বিদায় করে দিয়েছিল.. সেখানে আমাদের দেশের কিছু বুড়া আর প্রাকটিস করতে অনিচ্ছুক বেয়াদপ ফুটবলারদের জন্য কোচকে বিদায় নিতে হল। এরা বলে সাভারের প্রাকটিস ম্যচে কোচ কোন জুনিয়ার খেলোয়াড়কে মারতে তেড়ে গিয়েছিল। কিন্তু কেউ বলেনা ঐ খেলোয়াড়টা সেই প্রাকটিস ম্যচে জাতীয় দলের এক গুরুত্বপূর্ন খেলোয়াড়কে মারাত্মক ফাউল করেছিল..কোচ তার সম্পদকে রক্ষা করতেই আবেগপ্রবন হয়ে পড়েছিলেন। সালাউদ্দিনকে পেয়ে দেশের ফুটবল নিয়ে আমরা আমজনতা একটা স্বপ্ন দেখতেছিলাম।

Click This Link অনেকে বলছে সালাউদ্দিন নাকি এই বরখাস্তের বিপক্ষে ছিলেন। আমার কথা হচ্ছে সভাপতি হয়ে যদি উনার মতের বিপক্ষে ঘটনা ঘটে তবে উনি কেন পদত্যাগ করছেন না , এই বোর্ডে থেকে লাভ কি?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।