আমাদের কথা খুঁজে নিন

   

আজ তার পরের দিন!



বইটা এনে রাখচি গত বৃহস্পতিবার না যেন কি বার। ঐ যেদিন গেছিলাম ঐদিন। আলজাবির দেখলে না পড়ে দিবেনা ভেবে কিছু লিখিনি তখন। ভাবলাম লুকিয়ে রাখি এখন, রাতে ঘুমানোর আগে আগে লিখবো। এরপর থেকে একদিনও রাতে একা ঘুমাইনি।

না না, কালকে ঘুমাইছিলাম কিন্তু লেখার সুযোগ ছিলনা কি জন্য যেন। ভাবলাম, আজকেতো আছেই। কালকের সারা পথে আমি সুন্দর একটা লেখা দেয়ার জন্য অনেক চেস্টা করছি। পেয়েও ছিলাম কিন্তু কাগজ কলম না থাকায় টুকে রাখতে পারিনি। খুব সুন্দর একটা লেখা আসছিলো্।

ভাবছিলাম মনে থাকবে হয়তো, থাকলোনা। এ মাথায় কিচ্ছু থাকেনা আজকাল! আগের লেখাটা একবারে লেখা হয়নি বলে সবএকবারেও পড়াও হয়নি। কেবল পড়লাম, ভালোই লাগলো। কালকে যখন রাতে শেষবার লেখা শুরু করছিলাম তখন একবারে লিখতে পারলে অনেক লিখতে পারতাম। পাশের দোকানে বার বার যেতে হতো বলে পারিনি।

ঐ যে, ড্রিলের শব্দ হচ্ছে। এখনও কাজ চলছে। আজকে শেষ হবে মনে হয়। কার্ড এ একটা মিথ্যা লিখে দিয়েছি। বলেছিনা যে, ১০ টা বই বা তোর সমান উচ্চতায় হলেও সেটা স্পর্শ করা যাবেনা- ওটা মিথ্যা কথা।

তোর সমান উচ্চতা হলে আমি তাকে ছুঁতে পারবো। কিন্তু কার্ডে সেটা লিখলে কেউ পড়লে কিছু ভাবতে পারে বলে লিখিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।