আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে দিন লিফট ছিঁড়ে পড়লাম...................

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

আপনাদের কারো কি লিফট ছিঁড়ে পড়ার অভিজ্ঞতা আছে? না থাকলে আমারটা শুনুন...................... আমি আট তলা থেকে লিফটে উঠলাম, তখনো সব ঠিক আছে। লিফট সাত তলাতে আসলে আরো দুইজন উঠলে লিফট সিগনাল দিলো ওভারলোড। তাই তাদের নেমে যাওয়ার জন্য একজন অনুরোধ করে বললো ভাই নেমে যান লিফট ছিঁড়ে পড়তে পারে।

কিন্তু তারা শুনলো না, বললো আরে কিছু হবে না। আর আমরা তো নিচেই যাব তাই ছিঁড়ে পড়লেও নিচেই যাব। এই কথা বলতে বলতে আমরা ছয় তলাতে, তার পর পাঁচ তলাতে এসে থামলে আরেক জন উঠতে চাইলে তাকে উঠতে দেওয়া হয় নি। লিফট নামছে হঠাৎ করে মূহুর্তের মধ্যে আমরা আন্ডার গ্রাউন্ডে। কেউ কিছু বুঝে উঠতে পারলাম না।

মোবাইল বের করলাম নো নেটওয়ার্ক। দু'জন সামান্য একটু আহত হলো, তারপর সিকিউরিটি এসে আমাদের উদ্ধার করে। এর পর থেকে লিফটে চড়লেই মনে হয় এই বুঝি ছিঁড়ে পড়লো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।