আমাদের কথা খুঁজে নিন

   

আপেক্ষিকতা



কেন জানি একলা লাগে, উদাস দুপুরে, শীতের রাতে, বদ্ধ ঘরে নিজের কাছে, ভাবতে তোমায় ভালো লাগে। তবুও আমার একলা লাগে, বড্ড একলা লাগে। দৃষ্টি সীমায় যতদূর চোখ চলে যায়, আকাশ শুধু চোখে পড়ে,ভাবতে বড় ভালো লাগে, তোমায় নিয়ে পাড়ি দেব সমুদ্র আর অরন্যটাকে, আমার তবু একলা লাগে। অন্ধকারে নিজের কাছে নিজেকেই অচেনা মনে হয়, তোমার ছবি মনের মাঝে লাল রঙের ক্যানভাসে, বাগান বিলাস, হাসনা হেনা, কৃষ্ণচুড়ায় মন মাতে, কেন জানি একলা লাগে। তুমি আছো আজো পাশে, প্রেয়সী নয় অর্ধাঙ্গির বেশে, ভাবতে বড় ভালো লাগে তবু আমার একলা লাগে। তাইতো মাঝে মাঝে চুপচাপ ছাদে বসে থাকি আর ভাবি এটা কি আমার একলা থাকার নিঃসঙ্গতা নাকি আপেক্ষিকতা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।