আমাদের কথা খুঁজে নিন

   

BSU----সঙ্গীত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

“আমরাতো ঐক্যের দৃঢ় বলে বলিয়ান শোষণের কারাঘর ভাঙ্গবোই শিক্ষার আলোকে প্রতিগৃহ কোণকে রাঙ্গবোই আমরাতো রাঙ্গবোই-২[/sb হাতে হাত রাখো ভাই দৃঢ়পণে জাগো ভাই হাতে হাত রাখো ভাই-২ দৃঢ়পণে জাগো ভাই আগে বাড়ো আগে বাড়ো দুর্জয় দৃঢ়তায় আর নয় দেরী নয় আমাদের হবে জয় এসো মিলি মুক্তির পতাকায়- ২ আমরাতো শানি-র দুর্বার সৈনিক শুনি নাতো আহ্বান ধ্বংসের আমরাতো আমরণ প্রগতির পক্ষে গড়বোই বিশ্বতো সাম্যের হাতে হাত রাখো ভাই(------)২ আমরাতো স্বদেশের দুর্জয় প্রহরী স্বদেশের মাটি তাই গড়িয়ান আমাদের অবিরাম শ্রমে আর ফসলে ফোটাবোই স্বদেশের মুখে গান হাতে হাত রাখো ভাই (------) আমরাতো মিলিছি পৃথিবীর লাঞ্চিত সংগ্রামী মানুষের কাফেলায় যেখানেই মুক্তির সংগ্রাম সেখানেই আমরাতো মিলি লৌহ দৃঢ়তায় হাতে হাত রাখো ভাই (-------)”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।