আমাদের কথা খুঁজে নিন

   

কালেমা তাইয়্যিবার অর্থ



এই লেখাটি তাদের জন্য যারা ইসলামে বিশ্বাস করেন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা একটি কালেমায় সর্ব প্রথম বিশ্বাস স্থাপন করতে হয়। তা হচ্ছে "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহামাদুর রাসুলুল্লাহ" । আমাদের কে এই কালেমার অর্থ শিখানো হয়েছ " আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল"। এখানে একটি বিষয় লক্ষ্যনিয় যে ইলাহ শব্দের অর্থ করা হয়েছে মা'বুদ দিয়ে।

ইলাহ শব্দটি আরবী এবং এই আরবি শব্দটিকে অনুবাদ করা হয়েছে আরেকটি আরবী শব্দ মা'বুদ দিয়ে। কারন আমরা যদি সঠিক অর্থটি জানি তাহলেই বাতিলদের সাথে আমাদের সংঘাত শুরু হবে। কারন আল্লাহর রাসূল যখন এই ঘোষনা দিয়েছিলেন তখনই আবু জেহেল এবং আবু লাহাবরা তাদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়ে তাঁর উপর যাপিয়ে পড়েছিল। অথচ আমরা প্রতি নিয়ত এটা উচ্চারন করছি আমাদের কোন অনুভুতি হয়না। এখন আমি বলি কালেমা তাইয়্যিবা প্রকৃত অর্থ কি, এই কালিমার প্রকৃত অর্থ হচ্ছে" আল্লাহ ছাড়া কোন আইনদাতা বিধানদাতা নেই মুহাম্মদ (সা.) আল্লার রাসূল।


সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।