আমাদের কথা খুঁজে নিন

   

Face Book- এর এক বন্ধুর পাঠানো কয়েকটা এসএমএস; মৌলিক কিনা জানিনা

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

(১) যখন আকাশের দিকে তাকাই আমি উদারতা দেখি যখন সমুদ্রের দিকে তাকাই আমি বিশালতা দেখি যখন পাথরের দিকে তাকাই আমি নির্লিপ্ততা দেখি যখন তোমার দিকে তাকাই আমি চিরকালের রহস্যময় জটিল একটি মানুষকে দেখি আর যখন নিজের দিকে তাকাই আমি পরম্পরায় অবহেলিত একটি কালো মেয়েকে দেখি। (২) আমার মাঝে কোন পাপবোধ নেই নেই কোন অপরাধবোধ সত্যি বলতে পাপ বা অপরাধ করতে যে যোগ্যতার দরকার তা আমার নেই। তবুও ক্ষণে তোমার কাছে ক্ষমা চাই ক্ষণে ক্ষণে নমনীয় হই ভাবি, যদি এই নমনীয়তার বাহানায় তোমার মনটা একটু গলানো যায়; একটা কালো মেয়ের এর বাইরে আর কিইবা করার আছে? (৩) কৃষ্ণকায় শ্রীকৃষ্ণকে তুমি তোমার অস্তিত্ব মান তাঁর গীতাতে জীবনের শান্তিতে খুঁজ কিন্তু কালো আমার প্রতি কেন তোমার এই ঐকান্তিক অবহেলা? না, এটাকে আমি তোমার দ্বৈতাচরণ বলবনা; তোমার সততা নিয়ে প্রশ্ন তুলব, এমন স্পর্ধা আমার কোথায়? (৪) আমার স্বপ্নগুলোর কোন পূর্ণতা নেই আমার স্বপ্নগুলোর কোন উদ্দেশ্য নেই আমার স্বপ্নগুলোর কোন পরিনতি নেই আমার স্বপ্নগুলোর কোন প্রাপ্তি নেই তবুও নির্লজ্জের মতো ক্ষণে ক্ষণে স্বপ্ন দেখে যাই, কারণ তুমি স্বপ্ন দেখতে বা দেখাতে জাননা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।