আমাদের কথা খুঁজে নিন

   

মন চলে যায় অগোচরে কর্ণফুলির দেশে

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

মন চলে যায় অগোচরে কর্ণফুলির দেশে সকল কাজের অন্ত হলে দিনের অবশেষে মন চলে যায় অগোচরে কর্ণফুলির দেশে মন চলে যায় ছায়ায় ঘেরা সবুজ গ্রামের পথে মন চলে যায় হালদা তীরে চড়ে মেঘের রথে যে দেশেতে নীল গগনে কাশফুলী বক ওড়ে যে দেশেরই ছবি আঁকা হৃদয় খানি জুড়ে শাপলা ফোটা দীঘির জলে সকাল দুপুর ধরে শাসন ভুলে সাঁতার মাঝে চোখ দু'টো লাল করে ফিরলে ঘরে মায়ের হাতে শাস্তি পেয়ে যতো ফের সে দীঘি ফের সে সাঁতার চলতো আগের মতো কানামাছির আঙ্গিনাটির আমবাগানের পাশে জোছনা রাতের চাঁদটি আজো হয়তো তেমন হাসে গোল্লাছুট আর ডান্ডাগুলির বিকেল গুলো কবে হারিয়ে গেলো ঘুমের ঘোরে চার দিনের এই ভবে শৈশবে আর কৈশোরে যে দুর্বা ভরা মাটে এই জীবনের বেড়ে ওঠার মধুর সময় কাটে আর কি কভু আসবে আবার সোনার সে দিন ফিরে যে দিন গুলো আজো ভাসে স্মরন নদীর তীরে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।