আমাদের কথা খুঁজে নিন

   

মডু "স্যারদের " এটা কিধরনের আচরণ ??? (মডু মামা‌দের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি এটা একটা ফান পোস্ট! )



গতকাল আমার গুগল সার্ভিস গাইড পোস্টটা যখন হঠাৎ গায়েব হয়ে গেল তখন বুঝেছিলাম এটা বাঘের কাজ। কোন টেনশন ছিল না কারণ আমি পোস্ট আগে ওপেন অফিসে লিখে তারপর পেস্ট করি। ব্যাকাপ ছিল। কিন্তু ভাবলাম এই চান্সে একটা "আমার পোস্ট কোথায় গেল" টাইপ একটা পোস্ট দিয়ে যদি আমার প্রিয় ব্লগার (দ্রষ্টব্য )"নুটিশবুর্ড" এর একটা কমেন্ট পাই তাহলে আমার ব্লগ জীবন ধন্য হবে তাছাড়া আমার ডিলিট হওয়া পোস্টটা অনেকক্ষণ প্রথম পাতায় ছিল না। পরে ফেরৎ দিলেও সেটা অনেক পিছনে পড়ে যাবে, হিটের ক্ষতিপূরণের ব্যাপার আছে না??? "আমার পোস্ট কোথায় গেল" টাইপ পোস্ট সাধারণত হিট পায় এত ব্যাপক প্রস্তুতি আর পরিকল্পনায় ডাইরেক্ট শীতের দিনে মিনারেল ওয়াটার ঢেলে দিল মাডু স্যারেরা। কমেন্ট তো দূরের কথা, দুঃখ প্রকাশ করে একটা মেইলও পাঠালো না!!! উল্টা দেখি ঐ পোস্ট ডিলিট করে হুমকি নোটিশ দিছে, প্রথম পাতার বৈচিত্র রক্ষার........ঐ পোস্টটি আবার দেওয়ার চেষ্টা করলে ডাইরেক্ট ব্যান কন আপনেরা এইডা কি বিচার!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।