আমাদের কথা খুঁজে নিন

   

ভাই আমার, একটু দেখো সবুজ বাংলার প্রান্তর আর তার সহজ সরল মানুষগুলোর মুখের দিকে!আর নিজের ঈমান আর দেশপ্রেমকেও একটু হাতরে দেখো!!

শিবিরের ভাইদের প্রতি আমার কিছু কথাঃ শিবিরের যে সব ভাইয়েরা ইসলামের প্রচার ও প্রসার চাও তাদেরকে তাবলীগে সময় দেয়ার আহ্বান জানাচ্ছি! তাবলীগের মাদ্ধমেই তোমরা এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিশ্বের পূর্ব থেকে পশ্চিম-উত্তর হতে দক্ষিন, আজ থেকে কেয়ামতের আগ পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে পারবে! শিবিরের ভাইয়েরা তোমরা সিআইএ মোসাদের মত নিজেদের ছদ্মবেশে রেখে ইসলামের কোন উপকার তো করতে পারবেইনা বরং তোমাদের ঘিরে একটি রহস্যময় বোরকা তৈরি হবে যাতে তোমরাই ঢাকা পড়ে যাবে! মনে রাখবে ম্যাকিয়াভেলির মত ছলবাজি করে ইসলামের কোন সেবা হবেনা! কথার তিনটি প্রকার আমরা দেখতে পাই মিথ্যা, সত্য ও সত্য গোপন! মিথ্যাবাদীকেউ সত্যবাদী বলেনা আর সত্য গোপনকারি কৌশলী নয় মুনাফেক হয়ে থাকে! তোমরা একটু চিন্তা কর যে আমাদের থেকে কত শত সত্য গোপন করে থাকো কৌশলের নামে? আমাদের কাছে আসার জন্য আমাদের তোমাদের দলে ভেরাবার জন্য কত কৌশল তোমরা নাও? তোমাদের সাথে কি আমাদের কূটনৈতিক সম্পর্ক? যদি মনে কর যে হা আমাদের সাথে তোমাদের কূটনৈতিক সম্পর্ক তাহলে আমরা সর্বদাই তোমাদের সব কথাই সন্দেহের চোখে দেখবো, সাদা চোখে তোমাদের সেই কথা যতই সরল দেখা যাক না কেন! তোমরা বল হিকমা/হেকমত বা কৌশল আসলে কৌশলের নামে শরিয়ত থেকে দূরে সরে যেয়ে তোমরা স্থায়ি একটি ফেতনায় জড়িয়ে পড়ছো! জামাতের আচরণ অনেকটা রাষ্ট্রযন্ত্রের মত আর সেই রাষ্ট্রযন্ত্রের মাথা-মোতারা তাদের ছাত্র সংগঠনের অল্প বয়েসি তরুণ রিক্রুটদের দিয়ে গোয়েন্দা স্পাই ও গেরিলাদের মত কাজ করাচ্ছে! এঁর মাদ্ধমে তোমরা হয়ে যাচ্ছ রাষ্ট্রের দিক থেকে রাষ্ট্রকে চ্যালেঞ্জকারি আর ইসলামের ইতিহাসের দৃষ্টিতে খারেজিদের মত চরমপন্থি! শিবিরের ভাইয়েরা তোমরা আমাদের থেকে বয়সে খুব বেশি বড় তো হবেইনা বরং ছোট হবে তাই বলছি গোয়েন্দাদের মত কৌশলে নয় স্পাইদের মত ফাঁদ পেতে নয় মাস্তানের মত গায়ের জোরে নয় চোরের মত রাতের আধারে নয় ভদ্রলোকের মত দিনের আলোয় সাদা মন নিয়ে ধার্মিকদের প্রচলিত পোশাক লেবাস সুরত ধারন করেই ইসলামকে নবীজির পথেই তরীকাতেই পৌছাতে হবে এই দুনিয়ার মানুষের কাছে! দ্বীনের হেদায়ত ও দেশ প্রেম আমাদের সবাইকেই সুফল দিতে পারে! কারন দ্বীনের মাঝে মানবতার স্থান সর্ব আগে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।