আমাদের কথা খুঁজে নিন

   

সারিঘাট..........নদী,পাহাড়ের মিশ্রনে একটি দারুন জায়গা(ছবি ব্লগ)

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
সিলেটে যারা আছেন তাদের অনেকেই সারিঘাট চিনে থাকবেন......কিন্তু যারা সিলেটের বাইরে আছেন তাদের কাছে সারিঘাট অচেনা একটা নামই হবার কথা...... জাফলং,শ্রীপুর,,মাধবকুন্ড......এসব নামগুলো এখন অতি ব্যবহারে জীর্ন.... তাই সিলেটের আরো কিছু অসাধারন স্হানের নামের সাথে আপনাদের পরিচিত করিয়া দেবার ইচ্ছে থেকেই এই পোস্ট.... এর আগে লালাখাল নিয়ে পোস্ট দিয়েছিলাম...তারই ধারাবাহিকতায় এবার আপনাদের পরিচয় করিয়া দিচ্ছি সারিঘাটের সাথে....... যাবার রাস্তা একই......সেই জাফলং রোড বা প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে... সিলেট থেকে বের হয়ে যাবার প্রায় ৩০ মিনিট পর আপনি পথের দুইধারে পাহাড়ী নদী,বালু এবং অনেক দূরে পাহাড়ের দেখা পাবেন.... এর রেশ কাটতে না কাটতেই আপনি চলে আসবেন সারিঘাট...... লালাখাল যেতে হলে এখান থেকেই ইন্জিন নৌকা ভাড়া করতে হয়...... কিন্তু এখানে বসেই আপনি বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারেন... সারি নদী,পাহাড় আর নদীতে রোদ ছায়ার খেলা .....এই অসাধারন কম্বিনেশন আপনাকে নাড়া দিয়ে যাবে অবশ্যই....... ওখানে পর্যটকদের বসার জন্য বেশ কয়েকটি ছাউনিঘর আছে...... একটা দখল করে বসে পড়ুন আর উপভোগ করতে থাকুন প্রকৃতি.......... পাশেই কিছু দোকান আছে.........তাদেরকে বলে আসলেই তারা একটু পরপরই আপনাদের জন্য চা পাঠিয়ে দিবে......... সারি ঘাটে সারি নদীর তীরে বসে চা........সাথে আড্ডা........... ভালো না লাগার তো কোন কারন নাই........ ((ছবিগুলা সবই প্রায় একই ডাইমেনশনের.......এক জায়গা থেকে তোলার জন্যই))
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।